For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা লকডাউন : ব্লিচিং কাণ্ডে এবার সক্রিয় যোগী, নিজের পুলিশের বিরুদ্ধেই দিলেন তদন্তের নির্দেশ!

Google Oneindia Bengali News

গোটা দেশে লকডউনের কারণে বড় শহরগুলিতে আটকে পড়েছে কয়েক হাজার দিনমজুর। বিশেষ করে উত্তর প্রদেশ এবং বিহারের অসংখ্য পরিযায়ী শ্রমিক ঘরে ফিরতে শুরু করেছেন। পায়ে হেঁটে কয়েকশো কিলোমিটার হেঁটেই তারা হাঁটছে। এরমই পরিস্থিতিতে উত্তর প্রদেশের বরেলিতে বাড়ি ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের গায়ে ছড়ানো হয়েছিল জীবাণু নাশক রাসায়নিক।

ঘটনা নিয়ে বিস্তর বিতর্ক

ঘটনা নিয়ে বিস্তর বিতর্ক

এই ঘটনা নিয়ে বিস্তর বিতর্ক শুরু হয় দেশে। এরপরই পরিযায়ী শ্রমিকদের ওপর ব্লিচিং স্প্রে করা আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

কেন ব্লিচিং স্প্রে করা হয়েছিল?

কেন ব্লিচিং স্প্রে করা হয়েছিল?

জানা গিয়েছিল শ্রমিকদের করোনা সংক্রমণের সম্ভাবনা কমবে, এই বিশ্বাস করেই ব্লিচিং স্প্রে করা হয়েছিল। পুলিসের নজরদারিতেই নারী-পুরুষ-শিশু নির্বিশেষে সকল পরিযায়ী শ্রমিকদের উপরেই এই জীবাণুনাশক রাসায়নিক স্প্রে করা হচ্ছে। দিল্লি, হরিয়ানা এবং নয়ডা থেকে এরা ফিরেছিল নিজেদের বাড়ি।

যোগীর বিরুদ্ধে তোপ দাগেন প্রিয়াঙ্কা

যোগীর বিরুদ্ধে তোপ দাগেন প্রিয়াঙ্কা

এই ঘটনার সমালোচনা করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেছেন এমন অমানবিক কাজ করবেন। এতে জীবাণু তো মরবেই না উল্টে তাঁদের জীবন সংকটে পড়বে। আমরা তাঁদের সুরক্ষা দিতে না পারলে বিপদে ফেলার অধিকারও রাখি না। হিন্দিতে টুইট করে একথাই লিখেছেন কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।

দোষী পুলিশ কর্মী ও আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত

দোষী পুলিশ কর্মী ও আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত

এরপরই নড়চড়ে বসেন যোগী আদিত্যনাথ। দোষী পুলিশ কর্মী ও আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন তিনি। এদিকে সোমবারই উত্তরপ্রদেশে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট প্রকল্পে নথিভুক্ত ২৭.৫ লক্ষ পরিযায়ী শ্রমিকের অ্যাকাউন্টে ৬১১ কোটি টাকা পিঠেয়েছে যোগী সরকার। এরপরই এই ব্লিচিং কাণ্ড নিয়ে তদন্তের নির্দেশ দিলেন।

English summary
yogi adityanath gov orders probe on officials involved in bleaching incident
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X