For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'লাদেনকে যেভাবে মারা হয়েছিল, মাসুদকেও নিকেশ করা হবে সেভাবে,' বিজেপির সভা থেকে যোগীর হুঙ্কার

উত্তরপ্রদেশের রাজনীতি ক্রমেই ভোটযুদ্ধ ঘিরে তপ্ত হতে শুরু করেছে। ভোট প্রচারে যোগী আদিত্যনাথ থেকে রাজনাথ সিংয়ের মতো হেভিওয়েট নেতারা বিজেপি কর্মীদের চাঙ্গা করতে রীতিমত তৎপর হয়ে উঠেছে।

  • |
Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশের রাজনীতি ক্রমেই ভোটযুদ্ধ ঘিরে তপ্ত হতে শুরু করেছে। ভোট প্রচারে যোগী আদিত্যনাথ থেকে রাজনাথ সিংয়ের মতো হেভিওয়েট নেতারা বিজেপি কর্মীদের চাঙ্গা করতে রীতিমত তৎপর হয়ে উঠেছে। রবিবাসরীয় ভোটযুদ্ধে বিরোধী কংগ্রেসকে তোপ দেগে ভোট উত্তাপের মধ্যেই প্রতিপক্ষ প্রার্থীকে 'মাসুদ আজহারের শ্যালক' বলে তোপ দাগেন যোগী আদিত্য নাথ।

প্রতিদ্বন্দ্বী কংগ্রেস নেতা জঙ্গি মাসুদের জামাই! সাহারানপুরে বিজেপির সভা থেকে যোগীর তোপ

যোগীর দাবি, বিরোধীরা বিরিয়ানি দিচ্ছে জঙ্গিদের। তিনি বলেন, সাহারানপুরের মানুষকে ঠিক করতে হবে,তাঁরা কাকে নির্বাচিত করতে চান, মোদীজির সেনাকে নাকি যিনি জঙ্গি মাসুদের হয়ে কথা বলেন তাঁকে? পাশাপাশি যোগীর দাবি , ওসামা বিন লাদেন যেভাবে মারা গিয়েছে,ঠিক সেভাবেই নিকেশ করা হবে জঙ্গি মাসুদ আজহারকে।

[আরও পড়ুন: ত্রিপুরায় অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ! রাহুলের বিরুদ্ধে কমিশনে বিজেপি][আরও পড়ুন: ত্রিপুরায় অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ! রাহুলের বিরুদ্ধে কমিশনে বিজেপি]

যোগী আদিত্যনাথ জানান, অন্যান্য পার্টিরা জঙ্গিদের বিরিয়ানি দেয়। কিন্তু মোদী সরকার জঙ্গিদের পোথ্য দেয়। এখানেই শেষ নয়, যোগী আদিত্যনাথের দাবি রাহুল গান্ধী নামাজ পাঠ করার মতো করে কাশী বিশ্বনাথের মন্দিরে প্রার্থনা করেন।

[আরও পড়ুন: 'আদবানীই একমাত্র ধোঁয়াশা কাটাতে পারবেন', গান্ধীনগরের প্রার্থীপদ নিয়ে কোন ইঙ্গিত উমা ভারতীর][আরও পড়ুন: 'আদবানীই একমাত্র ধোঁয়াশা কাটাতে পারবেন', গান্ধীনগরের প্রার্থীপদ নিয়ে কোন ইঙ্গিত উমা ভারতীর]

[আরও পড়ুন: নকুল দানা তৃণমূল সৃষ্টি করেছে! কমিশনের নকুল দানা খাওয়ার জন্য অপেক্ষা করুন, পাল্টা দিল বিজেপি][আরও পড়ুন: নকুল দানা তৃণমূল সৃষ্টি করেছে! কমিশনের নকুল দানা খাওয়ার জন্য অপেক্ষা করুন, পাল্টা দিল বিজেপি]

English summary
Yogi Adityanath calls Sahranpur Congress candidate Masood Azhar's son-in-law.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X