For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রিয়াঙ্কার অনুরোধে সায়, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে কংগ্রেসকে বাস চালানোর অনুমতি যোগীর

প্রিয়াঙ্কার অনুরোধে সায়, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে কংগ্রেসকে বাস চালানোর অনুমতি যোগীর

  • |
Google Oneindia Bengali News

এবার প্রিয়াঙ্কা গান্ধীর অনুরোধে সায় দিল যোগী সরকার। সোমবার কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধীর অনুরোধ মেনে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে কংগ্রেসকে বাস চালানোর অনুমতি দিল উত্তরপ্রদেশ সরকার। সূত্রের খবর, উত্তরপ্রদেশের মুখ্য সচিব অবনীশ অবস্থি একটি চিঠিতে প্রিয়াঙ্কাকে এই বাস চালানোর অনুমতির প্রদানের কথা জানিয়েছেন।

প্রিয়াঙ্কার অনুরোধে সায়, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে কংগ্রেসকে বাস চালানোর অনুমতি যোগীর


সূত্রের খবর, এর আগে পরিযায়ী শ্রমিকদের জন্য কংগ্রেসের পক্ষ থেকে ১০০০ টি বাস চলানোর আর্জি জানিয়েছিলেন প্রিয়াঙ্কা। এই বাস গুলিতে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার যাবতীয় খরচ বহন করা হবে জাতীয় কংগ্রেসের তরফে। এবার সেই আর্জিতেই সাড়া দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সরকারি অনুমতি না মেলায় এতদিন বাস গুলি উত্তরপ্রদেশ সীমান্তে দাঁড়িয়ে ছিল জানা যাচ্ছে। এদিকে অনুমতি মেলার পরেই যোগী সরকারকে ধন্যবাদ জানিয়ে একটি টুইটও করতে দেখা যায় প্রিয়াঙ্কাকে।

প্রাথমিক ভাবে কংগ্রেসের প্রস্তাবকে খারিজ করে প্রথমে সরকারের তরফে বাসের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছিল যোগী প্রশাসন। কিন্তু বর্তমানে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর প্রস্তাবকে গ্রহণ করে বাসের চালক সহ অন্যান্যদের নামের তালিকা চেয়ে পাঠিয়েছেন যোগী আদিত্যনাথ। পরিযায়ী শ্রমিকদের যথেষ্ট নিরাপত্তার সঙ্গে নিজ দেশে ফেরানোর জন্যই বর্তমানে এই জাতীয় একাধিক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানা যাচ্ছে।

মোদীর 'ইউ টার্ন' MGNREGA নিয়ে! কটাক্ষের সুর রাহুলের কণ্ঠে মোদীর 'ইউ টার্ন' MGNREGA নিয়ে! কটাক্ষের সুর রাহুলের কণ্ঠে

English summary
At Priyanka's request, UP government give permission to congress to run buses to repatriate migrant workers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X