For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যোগেন্দ্র যাদব, প্রশান্ত ভূষণ-সহ ৪ নেতাকে বহিষ্কার করল আম আদমি পার্টি

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২১ এপ্রিল : দলবিরোধী কাজের অভিযোগে দলের দুই বিক্ষুব্ধ নেতা যোগেন্দ্র যাদব এবং প্রশান্ত ভূষণকে বহিষ্কার করল আম আদমি পার্টি। যাদব ও ভূষণের পাশাপাশি অধ্যাপক আনন্দ কুমার ও অজিত ঝা-কেও বহিষ্কার করা হয়েছে। [দিল্লিতে জয়ের কংগ্রেসের সঙ্গে চুক্তি করার চেষ্টা করেছিলেন কেজরিওয়াল : যোগেন্দ্র যাদব]

তবে এখনও নিজেদের অবস্থানেই অনড় রয়েছেন যাদব-ভূষণ। তাঁরা আগেও অভিযোগ করে আসছিলেন অরবিন্দ কেজরিওয়ালের স্বৈরাচারের বিরোধিতা করায় তাদের হেনস্থা করা হচ্ছে। এখনও সেই একই অভিযোগ তাদের। [আপের জাতীয় কমিটি থেকে বহিঃস্কৃত যোগেন্দ্র যাদব, প্রশান্ত ভূষণ]

যোগেন্দ্র যাদব, প্রশান্ত ভূষণ-সহ ৪ নেতাকে বহিষ্কার করল আম আদমি পার্টি

এদিকে আম আদমি পার্টির অভিযোগ অরবিন্দ কেজরিওয়ালকে সিংহাসনচ্যুত করতে চাইছেন এই দুই নেতা। দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারও যাতে ঠিকমতো না হয় তার চেষ্টা করেছিলেন এই দুই নেতা যদিও নির্বাচনে রেকর্ড আসন নিয়ে জয়ী হয় কেজরিওয়ালের আম আদমি পার্টি।[আপ-বিক্ষুব্ধ যোগেন্দ্র যাদব-প্রশান্ত ভূষণ অরাজনৈতিক দল 'স্বরাজ অভিযান' গঠনের ডাক দিলেন]

সোমবার রাতে দলীয় একটি বিবৃতিতে জানানো হয়, বিশৃঙ্খলা ও দলবিরোধী কাজের জন্য সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাদের দল থেকে বহিষ্কার করা হচ্ছে। প্রদত্ত সময়ের মধ্যে অজিত ঝা নিজের দায়িত্ব পালন করতে অসমর্থ হয়েছেন। কমিটির মতে তিনি বিশৃঙ্খলা ও দলবিরোধী কাজের অপরাধী। ফলে তাঁকেও বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। [আপ জট: পদত্যাগের জন্য চাপ দেওয়া হয়েছিল, খোলা চিঠি ভূষণ-যাদবের]

শুক্রবার এই চার নেতাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছিল। যাতে তাদের বিরুদ্ধে অভিযোগগুলি বিস্তারে জানানো হয়েছিল। এদিন সন্ধ্যাতেই যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণ শোকজ নোটিশের একটি কড়া জবাব পাঠান। তারা তাতে অভিযোগ তোলেন আপের শাস্তিমূলক কমিটি অসাংবিধানিক।

English summary
Yogendra Yadav, Prashant Bhushan Expelled From Aam Aadmi Party
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X