For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আম জনতার জীবনে যোগব্যায়াম আসলে ধর্ষণ কমবে, দাবি মুরলী মনোহর যোশীর

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি : যদি আম জনতার জীবনে যোগব্যায়াম আসে, তবে তা দেশে ধর্ষণের মতো ঘটনার সংখ্যা কমাতে সাহায্য় করবে, এমন্তব্য বিজেপির প্রবীন নেতা মুরলী মনোহর যোশীর।

যোশী বলেন, আমি মনে করি যদি সাধারণ মানুষের জীবনে যোগব্যায়ামের প্রভাব পড়ে তাহলে দৈনন্দিন ধর্ষণের ঘটনা একেবারে নির্মূল হয়ে যাবে তা বলছি না, কিন্তু অবশ্যই সেই সংখ্যাটা কমবে।

আম জনতার জীবনে যোগব্যায়াম আসলে ধর্ষণ কমবে, দাবি মুরলী মনোহর যোশীর

শুধু তাই নয়, এরপর যোশী যা বলেছেন তা নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়া অস্বাভাবিক কিছুই নয়। যোশী বলেন, মুললমানরা দিনে ৫ বার যোগব্যায়াম করেন, নামাজের ওই দু-তিনটে দেহভঙ্গি যা সবাই জানেন। চাইলে আপনারাও তা বলে দিতে পারবেন।

একইসঙ্গে তিনি বলেন, এই জন্যই আমার মনে হয় মহম্মদ সাহেব বড় মাপের যোগী ছিলেন। তিনি ইশ্বরের সঙ্গে যোগবন্ধন তৈরি করতে পারতেন। যোগব্যায়াম না করলে তিনি তা করতে পারতেন না।

বিজেপির প্রবীন এই নেতার কথায়, "যোগব্যায়াম, পুরুষ ও মহিলাদের মধ্যে নতুন ভাবনার সঞ্চার করে। মানুষের শরীর সম্পর্কে অন্যভাবে ভাবতে শেখায়, শরীর আসলে একটি যন্ত্র যা প্রকৃতি আমাদের দিয়েছে সমাজে বড় কোনও কাজ করার জন্য...মানুষের দৃষ্টিভঙ্গি এইভাবেই চালিত হবে।"

যোগব্যায়ামের সাহায্যে ধর্ষণের ঘটনা কমানোর প্রসঙ্গে তিনি বলেন,

'দ্য আইআঙ্গার ওয়ে - যোগা ফর দ্য নিউ মিলেনিয়াম' অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই বেশ কিছু বিতর্কিত কথা বলে বসেন যোশী।

এর পাশাপাশি যোশী বলেন, শুধু সাধারণ মানুষ নয়, দেশের নিরাপত্তাবাহিনী, সেনাবাহিনীকে যোগব্যায়ামের প্রশিক্ষণ দেওয়া হয়। যদি পুলিশকর্মীদের যোগব্যায়ামের প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে কথার মারপ্যাঁচেই তারা মানুষকে প্রভাবিক করতে পারবেন এবং তাদের শরীরী ভাষাতেই পরিবর্তন লক্ষ্য করা যাবে।

শুধুই কী তাই, যোশী বলেন, কেউ যদি বেদ বা উপনিশদের কয়েকটি মন্ত্র যপ করার পর কোনও কাজ করেন, তাহলেই তিনি তফাৎটা বুঝতে পারবেন।

English summary
'Yoga Will Bring Down Rapes', Claims BJP Veteran Murli Manohar Joshi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X