২০১৯ আন্তর্জাতিক যোগদিবসে 'ডগ স্কোয়াড'-এর যোগভ্যাস! তাক লাগাচ্ছে এই ভিডিও
আন্তর্জাতিক যোগ দিবসে দেশের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে যোগভ্য়াসের একাধিক ছবি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে দেশের সেনা , তথা সমাজের সর্বস্তরের মানুষকে দেখা গিয়েছে এই উদযাপনে অংশ নিতে। ভারতের পূর্বাঞ্চলে নদীর মধ্যে একবুক জলে দাঁড়িয়ে ভারতীয় সেনার জওয়ানদের যেমন দেখা যায় যোগভ্যাস করতে, তেমনই দেখা আবার লাদাখে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও ভারতীয় সেনা সদর্পে অংশ নিয়েছে যোগ দিবসে। তবে এরই মধ্যে তাক লাগিয়েছে সেনার ডগ স্কোয়াড।

'সেকেন্ড টু নান'!
এদের আগে কেউ নেই! এমনই দাবি ভারতীয় সেনার। আর সেনার এই অদ্বিতীয় ডগস্কোয়াড এদিন রীতিমতো চমকে দিয়েছে। সাবলীলভাবে স্কোয়াডের বিভিন্ন সারমেয় অংশ নিয়েছে যোগদিবসের মহড়ায়।

যোগভ্যাসের তাক লাগানো কীর্তি!
যে কায়দা, ঘরনের সঙ্গে সারমেয়দের এদিন দেখা গেল
যোগভ্যাস করতে,তাতে রীতিমতো তাক লাগতে বাধ্য! আর সেই জন্যি ভারতীয় সেনার অন্যান্য স্কোয়াডের মতোই এই স্কোয়াডও সমান পারদর্শী যাবতীয় ক্ষমতা নিয়ে।
|
যোগভ্যাসের তাক লাগানো কীর্তি!
যে কায়দা, ঘরনের সঙ্গে সারমেয়দের এদিন দেখা গেল
যোগভ্যাস করতে,তাতে রীতিমতো তাক লাগতে বাধ্য! আর সেই জন্যি ভারতীয় সেনার অন্যান্য স্কোয়াডের মতোই এই স্কোয়াডও সমান পারদর্শী যাবতীয় ক্ষমতা নিয়ে।