For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইয়েস ব্যাঙ্কের সিইও-র বাড়িতে হানা ইডির, জারি লুকআউট নোটিস

মুম্বইয়ে ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা তথা সিইও রানা কাপুরের বাড়িতে হানা ইডির। মাত্র একদিন আগেই আরবিআই ব্যাঙ্কের পরিচালন বোর্ডকে সরিয়ে দিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

মুম্বইয়ে ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা তথা সিইও রানা কাপুরের বাড়িতে হানা ইডির। মাত্র একদিন আগেই আরবিআই ব্যাঙ্কের পরিচালন বোর্ডকে সরিয়ে দিয়েছে। ব্যাঙ্কের খারাপ আর্থিক অবস্থাকে চাঙ্গা করতে একাধিক পদক্ষেপের কথা জানিয়েছে সর্বোচ্চ ব্যাঙ্ক। সূত্রের খবর অনুযায়ী, ইডির তরফে আর্থিক তছরুপের অভিযোগ আনা হয়েছে ব্যাঙ্কের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে।

ইয়েস ব্যাঙ্কের সিইও-র বাড়িতে হানা ইডির, জারি লুকআউট নোটিস

রানা কাপুরের বিরুদ্ধে লুকআউট নোটিশও জারি করা হয়েছে। এছাড়াও ব্যাঙ্কের অন্য পদাধিকারীদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে, যাতে তাঁণরা দেস ছাড়তে না পরেন।

শুক্রবারই কেন্দ্রীয় অর্থমন্ত্রী ব্যাঙ্কের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেছিলেন। আর তার পরেই ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা তথা সিইও রানা কাপুরের বাড়িতে হানা দেয় ইডি। বৃহস্পতিবার কেন্দ্র ব্যাঙ্ক থেকে একমাসে টাকা তোলার সীমা ৫০ হাজারে বেধে দেয়। এই নির্দেশিকা কার্যকর থাকবে ৩ এপ্রিল পর্যন্ত।

অন্যদিকে ওই একই দিনে রিজার্ভ ব্যাঙ্ক ব্যাঙ্কের পরিচালন বোর্ডকে সাসপেন্ড করে দেয়। পাশাপাশি এসবিআই-এর প্রাক্তন সিইও প্রশান্ত কুমারকে ব্যাঙ্কের প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়।

২০০৪ সালে ব্যাঙ্ক প্রতিষ্ঠার পর থেকে সিইও হিসেবে দায়িত্ব সামলেছেন রানা কাপুর।

English summary
Yes bank founder Rana Kapoor's house in Mumbai is searched by ED
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X