For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হলুদ আকাশ দিচ্ছে বিপদ সংকেত! ‘ফণী’র পরই উত্তরের আকাশে মহাদুর্যোগের ঘটা

ফণীর তাণ্ডবের রেশ এখনও কাটেনি, এবার উত্তরের আকাশে দুর্যোগের ঘনঘটা। হিমাচলের ঝকঝকে হলুদ আবহাওয়াতেই লুকিয়ে রয়েছে সেই দুর্যোগ।

Google Oneindia Bengali News

ফণীর তাণ্ডবের রেশ এখনও কাটেনি, এবার উত্তরের আকাশে দুর্যোগের ঘনঘটা। হিমাচলের ঝকঝকে হলুদ আবহাওয়াতেই লুকিয়ে রয়েছে সেই দুর্যোগ। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়েছে, আগামী ১০ ও ১১ মে হিমাচল প্রদেশে বজ্রগর্ভ ঝড়ের সম্ভাবনা রয়েছে। হলুদ আবহাওয়ার জন্য এই সতর্কতা জারি করা হয়েছে।

‘ফণী’র পরই হলুদ আবহাওয়ায় বিপদ সংকেত উত্তরের আকাশে

হিমাচলে এই ধরনের আবহাওয়ার পরই দুর্যোগ নামে বলে ব্যাখ্যা করেছেন আবহবিদরা। এর ফলে শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইবে। বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে। শিমলার আবহাওয়া দফতরও ঝড়ের সতর্কতা জারি করেছে।

আবহাওয়াবিদরা ১০ থেকে ১৩ মে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন। এই ধরনের হলুদ আবহাওয়া বিপদের সংকেত বলে বর্ণনা করেছেন তাঁরা। সেই কারণেই সাধারণ মানুষকেও সতর্ক করেছে হাওয়া অফিস। এর ফলে ব্যাপক মাত্রায় ক্ষতি হতে পারে। বিপদের সৃষ্টি করতে পারে।

হলুদ আবহাওয়ার পরই কয়েকদিনের মধ্যে দুর্যোগ আসবে। তার জেরেই ঝড়-বৃষ্টি, শিলাবৃষ্টি, বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৮ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি বেশি। আর আবহাওয়া ছিল ঝলমলে হলুদ রঙা।

English summary
Yellow weather is warning thunderstorm in Himachal Pradesh. Met center in Shimla issues this warning also hailstorm and gusty wind.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X