For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরলে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি হল নতুন 'অ্যালার্ট'

নতুন করে আশঙ্কা জাগিয়ে ফের একবার কেরলের নানা জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা পূর্বাভাস করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কেরল কয়েকদিন আগেই বন্যা ও বৃষ্টিতে ভেসে গিয়েছিল। গোটা রাজ্যের প্রায় সমস্ত জেলাই ভেসে গিয়েছিল। চারশোর বেশি মানুষ মারা গিয়েছেন। কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। তবে নতুন করে আশঙ্কা জাগিয়ে ফের একবার কেরলের নানা জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা পূর্বাভাস করা হয়েছে। কেরলের পাথানামথিত্তা, ইডুক্কি, ওয়েনাড় এলাকায় মঙ্গলবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে।

কেরলে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি হল নতুন অ্যালার্ট

এছাড়া পালাক্কড়, থিসারে তার পরের দিন অর্থাৎ বুধবার হলুদ সতর্কতা জারি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ৬৪.৪ মিলিমিটার থেকে ১২৪.৪ মিলিমিটার বৃষ্টিপাত এই জেলাগুলিতে হতে পারে। কেরলের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে এই সতর্কতা জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

জানানো হয়েছে রাজ্য়ের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ সব জেলায় সতর্কতা জারি করেছে। কীভাবে বৃষ্টির হাত থেকে কেরলবাসীকে রক্ষা করা যায় তৈরি হয়ে গিয়েছে সেই পরিকল্পনাও।

গত মাসে কেরলের ভয়াবহ বন্যায় ও অতিবৃষ্টিতে চারশোর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বৃষ্টি থামার পরে ও বন্যার জল নামার পরে ইঁদুর জ্বরে প্রায় একশোর কাছাকাছি মানুষ মারা গিয়েছে। এই মুহূর্তে কেরল পুনর্গঠনের কাজ চলছে। তবে তার মধ্যে নতুন করে বৃষ্টির খবরে আতঙ্ক ছড়িয়েছে।

English summary
Yellow alert issued in parts of Kerala, MeT predicts heavy rain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X