For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিষিদ্ধ কাশ্মীরের আরও এর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী! শূন্য-সহনশীলতার নীতিতেই থাকলেন মোদী

শুক্রবার সন্ত্রাস বিরোধী আইনের আওতায় কেন্দ্রীয় সরকার নিষিদ্ধ ঘোষণা করল ইয়াসিন মালিকের নেতৃত্বাধীন জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (জেকেএলএফ)-কে।

Google Oneindia Bengali News

লোকসভা ভোটের দিন ঘোষণার পরও জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী শক্তিদের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি ধরে রাখল কেন্দ্রের বিজেপি সরকার। এদিন ইয়াসিন মালিকের নেতৃত্বাধীন জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (জেকেএলএফ)-কেও নিষিদ্ধ হিসেবে ঘোষণা করল কেন্দ্র।

নিষিদ্ধ কাশ্মীরের আরও এর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব গৌবা জানান, জম্মু ও কাশ্মীরে বিচ্চিন্নতাবাদী আন্দোলনের পুরোভাগে আছে জেকেএলএফ। তাই এই গোষ্ঠী ভারতের সার্বভৌমত্বের পক্ষে হুমকির বলে মনে করেছে সরকার। সেই কারণেই তাদের নিষিদ্ধ করা হল।

জেকেএপ-এর বিরুদ্ধে 'আনল'ফুল অ্যাকটিভিটিস (প্রিভেনশন) অ্যাক্ট' বা ইউএপিএ আইনের বেশ কয়েকটি ধারায় অভিযুক্ত করে নিষিদ্ধ করা হয়েছে। দের নেতা ইয়ৈাসিন মালিক-ও আপাতত পুলিশের হাতে। তাঁকে রাখা হয়েছে জম্মুর কোট বলওয়াল সংশোধনাগারে।

এর আগে চলতি মাসের শুরুতেই জামাত-এ-ইসলামি জম্মু ও কাশ্মীর গোষ্ঠীকেও নিষিদ্ধ করেছিল কেন্দ্রীয় সরকার।

English summary
The Yasin Malik-led Jammu Kashmir Liberation Front (JKLF) was banned by the Centre under anti-terror law on Friday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X