For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরে যেতে দেওয়া হলেও শ্রীনগরের হোটেলেই আটকানো হল যশবন্ত সিনহাকে

কাশ্মীর সফরে গিয়েও হোটেল রুম থেকে বেরোতে পারলেন না প্রাক্তন বিদেশমন্ত্রী তথা প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহাকে। তাঁর সঙ্গে থাকা চার সফর সঙ্গীকেও তাঁদের হোটেল থেকে বেরোতে দিল না প্রশাসন।

Google Oneindia Bengali News

কাশ্মীর সফরে গিয়েও হোটেল রুম থেকে বেরোতে পারলেন না প্রাক্তন বিদেশমন্ত্রী তথা প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহাকে। তাঁর সঙ্গে থাকা চার সফর সঙ্গীকেও তাঁদের হোটেল থেকে বেরোতে দিল না প্রশাসন। এই বিষয়ে কাশ্মীর পুলিশ জানায়, জঙ্গি হামলার আশঙ্কা থাকায় তাঁদের বেরোতে দেওয়া হয়নি।

শুক্রবার শ্রীনগরে যান যশবন্ত সিনহারা

শুক্রবার শ্রীনগরে যান যশবন্ত সিনহারা

শুক্রবার শ্রীনগরে যান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। একই সঙ্গে কাশ্মীরে প্রবেশের অনুমতি দেওয়া হয় প্রাক্তন আমলা ওয়াজাহাত হাবিবুল্লা, সাংবাদিক ভারত ভূষণ ও সামাজিক আন্দোলনকর্মী কপিল কাক-কে। শনিবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা এবং মধ্য কাশ্মীরের বদগামে যাওয়ার পরিকল্পনা ছিল যশবন্ত সিনহাদের। তবে জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করে তাঁদের হোটেলেই আটকে দিলেন নিরাপত্তারক্ষীরা।

যশবন্ত সিনহার অভিযোগ

যশবন্ত সিনহার অভিযোগ

এ প্রসঙ্গে অতীতে তাঁর অনন্তনাগ যাওয়ার কথা টেনে এনে যশবন্ত বলেন, "জঙ্গি হামলার পর অনন্তনাগে গিয়েছিলাম। পুলিশ বলে দিয়েছিল কোন পথ দিয়ে যেতে হবে।" পাশাপাশি তিনি অভিযোগ করেন, "ওরা সত্যিকে ভয় পাচ্ছে। এর আগে কখনও আমাদের এ ভাবে বাধা দেওয়া হয়নি। যদি সত্যিই কোনও আশঙ্কা থাকে তা হলে সেই মতো সতর্কতা নেওয়ার পরামর্শও তো দেওয়া যেত।"

কয়েকদিন আগেই ইউরোপীয় ইউনিয়নের সাংসদদের সফর

কয়েকদিন আগেই ইউরোপীয় ইউনিয়নের সাংসদদের সফর

প্রসঙ্গত, কয়েকদিন আগেই ইউরোপীয় ইউনিয়নের কিছু সাংসদ কাশ্মীর সফরে যান। শ্রীনগরে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছেন তাঁরা। ভারতের বিরোধী দলের নেতাদের আটকানো হলে কেন্দ্র কেন বিদেশী প্রতিনিধিদের উপত্যকায় যাওয়ার ছাড়পত্ত দিল? তা নিয়ে প্রশ্ন তালেন কংগ্রেস সহ বাকি বিরোধী দলগুলি।

এর আগে বিরোধীদের ঢুকতে দেওয়া হয়নি কাশ্মীরে

এর আগে বিরোধীদের ঢুকতে দেওয়া হয়নি কাশ্মীরে

এর আগে গত ২৪ অগাস্ট শ্রীনগর বিমানবন্দরেই আটকে দেওয়া হয় ৮ বিরোধী দলের ১১ নেতাকে। ফেরত পাঠানো হয় দিল্লিতে। রাহুল গান্ধীর নেতৃত্বে এই দলে ছিলেন সিপিএম-সিপিআই-তৃণমূল-ডিএমকে-আরজেডি-সহ আট দলের প্রতিনিধি। শ্রীনগর বিমানবন্দরে উপস্থিত প্রশাসনের আধিকারিকরা বিরোধী নেতাদের আর এগোতে দেননি ৷ ফিরে যেতে অনুরোধ করা হয় তাদের৷ ৩৭০ ধারা প্রত্যাহারের পর কেন্দ্র আগাগোড়াই উপত্যকার পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করে এসেছে। তাহলে কেন তাদের ঢুকতে বাধা দেওয়া হল তা নিয়ে প্রতিবাদে ফেটে পড়েন বিরোধী দলের নেতারা।

মহারাষ্ট্র সরকার গঠন শুনানি : আস্থা ভোট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ শীর্ষ আদালতেরমহারাষ্ট্র সরকার গঠন শুনানি : আস্থা ভোট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ শীর্ষ আদালতের

English summary
yashwant sinha not allowed to leave hotel room after being allowed in srinagar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X