For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিপদ সীমার ওপরে বইছে যমুনা, ভাসতে পারে তাজমহলও

হরিয়ানার হীরাকুঁদ জলাধারের জল বাড়ার কারণে যমুনা নদীর জলস্তর ভয়ঙ্কর রকম ভাবে বেড়ে গিয়েছে। সারা বছর মরে থাকা যমুনা নদী যেন তেড়ে ফুঁড়ে উঠেছে এই কদিনে। প্রমাদ গুণছে রাজধানী দিল্লি।

Google Oneindia Bengali News

হরিয়ানার হীরাকুঁদ জলাধারের জল বাড়ার কারণে যমুনা নদীর জলস্তর ভয়ঙ্কর রকম ভাবে বেড়ে গিয়েছে। সারা বছর মরে থাকা যমুনা নদী যেন তেড়ে ফুঁড়ে উঠেছে এই কদিনে। প্রমাদ গুণছে রাজধানী দিল্লি। যেকোনও মুহুর্তে ছাপিয়ে যেতে পারে যমুনার দুই পাড়। তাহলে আর রেহাই নেই। ভেসে যাবে রাজধানীর একাধিক এলাকা।

বিপদ সীমার ওপরে বইছে যমুনা, ভাসতে পারে তাজমহলও

কেন্দ্রীয় জল কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যমুনার জল বিকেল ৫টার মধ্যে ২০৮ মিটার উচ্চতারও ওপরে পৌঁেছ যাবে। পরিস্থিতি ভয়ঙ্কর দিকে এগোচ্ছে জানিয়ে সতর্কতা জারি করা হয়েছে যমুনা নদীর তীরবর্তী দিল্লির একাধিক জায়গায়। সেরকম পরিস্থিতি হলে ভাসতে পারে তাজমহলও।

[২১ অগাস্টের সেরা ছবি দেখে নিন একনজরে]

যমুনা নদীর তীরবর্তী নীচু এলাকা থেকে ইতিমধ্যেই ১৫,০০০ বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই বাসিন্দাদের আশ্রয় দেওয়ার জন্য রাজধানীতে একাধিক ত্রাণ শিবিরের ব্যবস্থা করেছে আপ সরকার। ইতিমধ্যেই রাজধানীর একাধিক নীচু এলাকায় জল ঢুকতে শুরু করেছে। বিকেলের পর থেকে জল বাড়লে বিপদ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন আধিকারিকরা।

যমুনা নদীর উপর দিয়ে যাওয়া রেল ব্রিজের অবস্থাও অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। প্রায় ব্রিজ ডুবে যাওয়ার উপক্রম হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম খুলেছে দিল্লি সরকার। প্রতি মুহূর্তে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।

English summary
Yamuna water level likely to reach peak value of 207.08 metres
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X