For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা থাবায় জারি মৃত্যু মিছিল, এরই মাঝে উত্তরপ্রদেশের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন স্বয়ং ‘যমরাজ’

করোনা থাবায় জারি মৃত্যু মিছিল, এরই মাঝে উত্তরপ্রদেশের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন স্বয়ং ‘যমরাজ’

  • |
Google Oneindia Bengali News

করোনা গ্রাসে গোটা দেশে। প্রতি মহূর্তেই বেড়ে চলেছে মৃত ও আক্রান্তের সংখ্যা। লকডাউনে অমান্য করলে বাড়ির বাইরে বেরোলেই করোনার কবলে পড়ার আশঙ্কা সবার মধ্যে। এমতাবস্থায় রবিবার উত্তর প্রদেশের বাহরাইচের রাস্তায় ঘুরে বেড়াতো দেখা গেল মৃত্যুদেব স্বয়ং যমরাজকে।

লকডাউনের সফল করতে রাস্তায় স্বয়ং যমরাজ

লকডাউনের সফল করতে রাস্তায় স্বয়ং যমরাজ

যারাই লকডাউন না মেনে রাস্তায় বেরোচ্ছেন তাদেরকেই সতর্ক করতে দেখা গেল এই ছদ্মবেশী যমরাজকে। পাশাপাশি এই সময় ঘর থেকে বেরোলে কী কী বিপদ হতে পারে তা নিয়েও সাধারণ মানুষকে বোঝান যমরাজ। একইসাথে সামাজিক দূরত্ব না মেনে চললে যে কেউই যে কোনও মহূর্তে মৃত্যু মুখে পতিত হতে পারেন তা নিয়েও সাধারণ মানুষকে সতর্ক করেন তিনি।

করোনা সচেতনা বৃদ্ধিতেই উত্তরপ্রদেশ পুলিশের এই অভিনব পদক্ষেপ

করোনা সচেতনা বৃদ্ধিতেই উত্তরপ্রদেশ পুলিশের এই অভিনব পদক্ষেপ

সূত্রের খবর, রবিবার করোনা ঠেকাতে রাজ্যব্যাপী সর্বাত্মক লকডাউন করতে উত্তরপ্রদেশ পুলিশের তরফ থেকে এই অভিনব প্রচার চালানো হয়। এই প্রসঙ্গে উত্তরপ্রদেশের বাউন্ডি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ব্রাহ্মানন্দ সিংহ বলেন, "কোভিড-১৯ সম্পর্কে বৃহত্তর সচেতনতা গড়ে তুলতেই আমরা আমাদের এলাকায় এই অভিনব প্রচারাভিযানের পন্থা বেছে নিয়েছি। আপতদৃষ্টিতে দেখতে গেলে এর কিছু সুফলও দেখথে পাচ্ছি। "

রবিবার নতুন করে আরও ৩১ জনের করোনা সংক্রমণ

রবিবার নতুন করে আরও ৩১ জনের করোনা সংক্রমণ

অন্যদিকে রবিবার উত্তরপ্রদেশে ৩১ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমণ ধরা পড়ে। গোটা রাজ্যে এখন পর্যন্ত ৪৮৩ জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। পাশাপাশি সম্ভাব্য করোনা আক্রান্ত সন্দেহে ৫৭৬ জনকে আইশোলেশন ও ৮০৮৪ জনকে কোয়ারিন্টাইনেও রাখা হয়েছে। একইসাথে উত্তরপ্রদেশের মধ্যে আগ্র, গৌতম বৌদ্ধ নগর, লখনউ, সাহারানপুর এবং গাজিয়াবাদই করোনার থাবায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ জেলা হিসাবে উঠে এসেছে।

করোনা লকডাউন উঠে যেতে পারে, সিদ্ধান্ত চূড়ান্ত করতে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকরোনা লকডাউন উঠে যেতে পারে, সিদ্ধান্ত চূড়ান্ত করতে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

English summary
Yamraj himself, walking on the streets of Uttar Pradesh, picture goes viral,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X