For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নারী দিবসে এক্সএলআরআইয়ের বড় পদক্ষেপ 'সমানাধিকারের' প্রশ্নে

Google Oneindia Bengali News

মহিলাদের ক্ষমতায়নকে কেন্দ্রে রেখে সেন্টজিভিয়ার্স স্কুল অফ ম্যানাজমেন্টের দিল্লি এনসিআর ক্যাম্পাসে গড়ে তোলা হল একটি 'জেন্ডার ইক্যুয়ালিটি অ্যান্ড ইনক্লুসিভ সেন্টার।' আর্থিকভাবে মহিলাদের সশক্ত করতে এই পদক্ষেপ দেশের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ দিক।

নারী দিবসে এক্সএলআরআইয়ের বড় পদক্ষেপ সমানাধিকারের প্রশ্নে

'ওম্যান লিডারশিপ , অ্যাচিভিং অ্যান ইক্যুয়াল ফিউচার ইন কোভিড নাইটিন ওয়ার্ল্ড' এই থিমে এই বছরে নারী দিবস পালন করছে এই শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে সনানাধিকার ও নেতৃত্বের প্রশ্নে মহিলাদের অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে বড় বার্তা দেওয়া হয়েছে। সমাজে ভারসাম্য ধরে রাখতে আর সমস্ত দিকে মহিলাদের অবদানকে বাড়াতে বড় বার্তা দিয়েছে এই প্রতিষ্ঠানের গতিবিধি।

নারী দিবসে এক্সএলআরআইয়ের বড় পদক্ষেপ সমানাধিকারের প্রশ্নে

নারী দিবসে এক্সএলআরআইয়ের বড় পদক্ষেপ সমানাধিকারের প্রশ্নে

'এথিকস, সাসটেনিবিলিটি, সোশ্যাল অন্তপ্রেনারশিপে' চিরকালই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে দিল্লি এনসিআর। এই নতুন সেন্টার তৈরি করে, সেখানে বহু সংখ্যায় প্রতিষ্ঠানের প্রাক্তনদের এনে বড়সড় চনক দিচ্ছে এক্সএলআরআই। যাঁরা এক্সএলআরআইয়ের সঙ্গে একজোট হয়ে মহিলাদের ক্ষেত্রে জীবন পরিবর্তনের একটি নতুন দিক খুলে দিতে পারবে বলে মনে করা হচ্ছে।

নারী দিবসে এক্সএলআরআইয়ের বড় পদক্ষেপ সমানাধিকারের প্রশ্নে

নারী দিবসে এক্সএলআরআইয়ের বড় পদক্ষেপ সমানাধিকারের প্রশ্নে

বর্তমানে দিল্লি এনসিআরএ, প্রতিষ্ঠানের যে ক্যাম্পাস রয়েছে, সেখানে এই নতুন সেন্টার খোলা হয়েছে। ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানকে জোটবদ্ধ করারর এক সংকল্প নিয়ে এই নতুন সেন্টারকে নারী দিবসের দিন উদ্বোধন করেছে এক্স এলআরআই। ঝাঝ্ঝাের কাছে ৩৭ একর জমিতে এই ক্যাম্পাস তৈরি হয়েছে। যা গুরগাঁও থেকে ৪৫ মিনিটের রাস্তা। এমন এক সুন্দর জায়গায় অর্থনীতি আর শিক্ষার মেলবন্ধন নারীদের নতুন রূপে সামনে আনবে বলে মনে করা হচ্ছে। তাঁদের জীবন পরিবর্তনের ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ হতে পারে।

প্রতিষ্ঠানের নতুন এই পদক্ষেপের নেতৃত্ব দিচ্ছেন বাঙালি অধ্যাপক শ্রেয়শী চক্রবর্তী। তিনি 'অর্গানাইজেশনাল বিহেভিয়ার' এর অধ্যাপক। তিনি 'ডাইভার্সিটি ম্যানেজমেন্ট প্র্যাক্টিসেস ইন ইন্ডিয়ান ওয়ার্কপ্লেস' এর ওপর গবেষণা করেছেন।

English summary
XLRI sets up a Centre for Gender Equality and Inclusive Leadership at Delhi-NCR Campus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X