For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনায় পুরুষের মানসিকতাকে ধিক্কার!‌ টুইট বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের

Google Oneindia Bengali News

দিল্লিতে লিভ-ইন পার্টনার শ্রদ্ধা ওয়াকরকে তাঁরই প্রেমিক নৃশংসভাবে খুন করে তাঁর ৩৫টি টুকরো করার ঘটনা ইতিমধ্যেই দেশজুড়ে আলোড়ন ফেলে দিয়েছে। এরই মাঝে অনেকেই বলতে শুরু করেছেন যে শ্রদ্ধা ওয়াকারের খুনের ঘটনার জন্য দায়ী এই লিভ-ইন সম্পর্ক। আর তাঁদেরকেই এবার একহাত নিলেন দেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।

দিল্লি খুন নিয়ে টুইট বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের

দিল্লির হাড়হিম করা এই খুনের ঘটনায় ২৬ বছরের শ্রদ্ধা ওয়াকর এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছে এবং তাঁর এই পরিণতি সবাইকে হতচকিত করেছে। শ্বাসরোধ করে খুনের পর শ্রদ্ধার প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালা শ্রদ্ধার দেহের ৩৫টি টুকরো করে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ এও জানতে পারে যে পরিচিতি গোপন রাখতে আফতাব তাঁর প্রেমিকার মুখও পুড়িয়ে দেয়। দিল্লি পুলিশের এক সূত্র জানিয়েছে যে প্রথমে আফতাব শ্রদ্ধার দেহ টুকরো টুকরো করে এবং যাতে দেহংশ পাওয়া গেলেও পরিচিতি কেউ জানতে না পারে সেই জন্য শ্রদ্ধার মুখ পুড়িয়ে দেয় আফতাব।

দিল্লির মেহরুলি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করে বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোর জানান যে লিভ-ইন সম্পর্ক দেশে অপরাধ বাড়িয়ে তুলছে এবং উপদেশ দেন যে শিক্ষিত মেয়েদের এ ধরনের সম্পর্কে জড়ানো উচিত নয়। আবাসন ও পূর্ত প্রতিমন্ত্রী কৌশল কিশোর ছাড়াও উত্তরপ্রদেশের মৌলবী তৌকির রাজা খানও প্রতিমন্ত্রার সঙ্গে একসুরে গলা মেলান এবং জানান যে অপরাধের জন্য লিভ-ইন সম্পর্ককেই দায়ী করা উচিত। এই ধরনের মন্তব্য সামনে আসার পর এবার প্রতিবাদে মুখর হলেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি তাঁর টুইটারে বলেন, '‌লিভ-ইন সম্পর্কে থাকাকালীন এক ব্যক্তি তাঁর প্রেমিকাকে যখন খুন করছে, তখন আপনারা মেয়েটিকে বিয়ে করে নেওয়ার কথা বলছেন কারণ লিভ-ইন সম্পর্ক অপরাধ বাড়ায়। কিন্তু যখন পুরুষেরা তাদের স্ত্রীদের খুন করে, কই তখন তো বলেন না যে মেয়েরা লিভ-ইন সম্পর্কে থাকুন কারণ বিয়ের সম্পর্ক অপরাধ বাড়ায়। লিভ-ইন বা বিয়ে নয় পুরুষের মানসিকতাই প্রকৃত সমস্যা।'‌

কৌশল কিশোরের এ ধরনের মন্তব্য সামনে আসার পর শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী মন্ত্রীর পদত্যাগ দাবী করেন। মহিলাদের দায়ী করার মন্তব্যে প্রিয়াঙ্কা চতুর্বেদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৌশল কিশোরকে মন্ত্রীদের কাউন্সিল থেকে সরিয়ে দেওয়ার জন্য আর্জি জানান। কারণ তাঁর মন্তব্য অত্যন্ত হৃদয় বিদারক ও নিষ্ঠুর। প্রসঙ্গত, শ্রদ্ধা ওয়াকারের খুনের ঘটনা ব্যাখা করতে গিয়ে কিশোর জানান যে শিক্ষিত মেয়েরা অভিভাবকদের ছেড়ে লিভ-ইন সম্পর্কে ঝনানোর কারণেই এই অপরাধ বাড়ছে। তিনি পরামর্শ দেন যে মেয়েদের আইনতভাবে বিয়ে করে থাকা উচিত। তিনি বলেন, '‌এখানে মেয়েদেরও দায়িত্ব রয়েছে, কারণ তাঁরা অভিভাবকদের ছেড়ে চলে যান, আর এই মা-বাবাই সন্তানদের বড় করে তোলেন। কেন মেয়েরা লিভ-ইন সম্পর্কে থাকেন?‌ যদি তাঁরা থাকতে চান তবে সঠিকভাবে লিভ-ইন সম্পর্ককে পরিণতি দিক। এই সম্পর্ক যদি অভিভাবক প্রকাশ্যে মেনে না নেন তবে আইনতভাবে বিয়ে করে মেয়েরা একসঙ্গে থাকুক।'‌

বিতর্ক দানা বাঁধার আগেই বিজেপির চাপে পড়ে সবরীমালায় হ্যান্ডবুক প্রত্যাহার কেরল সরকারের বিতর্ক দানা বাঁধার আগেই বিজেপির চাপে পড়ে সবরীমালায় হ্যান্ডবুক প্রত্যাহার কেরল সরকারের

English summary
Writer Taslima Nasreen strongly condemned the men's mentality in the case of Shraddha Walkar's murder in Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X