For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশকে সমস্যায় ফেলছেন বুদ্ধিজীবীরা! আর কী বলছেন মোদীর দলের বিধায়ক, জেনে নিন

ফের বিতর্কে বিজেপির জনপ্রতিনিধি।এবার বিতর্কে কর্ণাটকের এমএলএ।বিজয়াপুরার ওই বর্ষীয়ান বিধায়ক বাসনাগৌড়া পাতিল ইয়াতনাল বলেছেন,তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হলে, বুদ্ধিজীবীদের গুলি করে মারার আদেশ দিতেন

Google Oneindia Bengali News

ফের বিতর্কে বিজেপির জনপ্রতিনিধি। এবার বিতর্কে কর্ণাটকের এমএলএ। বিজয়াপুরার ওই বর্ষীয়ান বিধায়ক বাসনাগৌড়া পাতিল ইয়াতনাল বলেছেন, তিনি যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হতেন, তাহলে বুদ্ধিজীবীদের গুলি করে মারার আদেশ দিতেন।

দেশকে সমস্যায় ফেলছেন বুদ্ধিজীবীরা! আর কী বলছেন মোদীর দলের বিধায়ক, জেনে নিন

বিজেপির এই বিধায়কের অভিযোগ, এদেশে বাস করে সাধারণের করের টাকায়, বুদ্ধিজীবীরা সব সুযোগ সুবিধা ভোগ করেন। তারাই আবার ভারতীয় সেনার বিরুদ্ধে স্লোগান তোলেন। দেশকে সবথেকে বড় সমস্যার মধ্যে ফেলছেন এই বুদ্ধিজীবী ও সেকুলাররা। কার্গিল বিজয় দিবস উপলক্ষে এমনই বিতর্কিত মন্তব্য করেন ওই বিধায়ক।

এই বিজেপি বিধায়ক এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন। দলের পুরসভার সদস্যদের মুসলিমদের সাহায্য করতে বারণ করেছিলেন তিনি।

ইয়াতনাল এর আগে ১৯৯৪ থেকে ১৯৯৯ পর্যন্ত বিধায়ক ছিলেন। তারপর ১৯৯৯ থেকে ২০০৯ পর্যন্ত বিজাপুরের সাংসদ ছিলেন তিনি।

অটলবিহারী বাজপেয়ী মন্ত্রিসভায় ইয়াতনাল বস্ত্র ও রেল মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে।

২০১০-এ ইয়াতনাল বিজেপি ত্যাগ করে জেডি-এস-এ যোগ দেন। কিন্তু একবছর পরেই জেডিএস ত্যাগ করে নির্দলীয় হিসেবে এমএলসি-তে নির্বাচিত হন।

পরে ফের বিজেপি ফিরে আসেন ২০১৩ সালে।

English summary
Would've gotten intellectuals shot if I were Home Minister, says BJP MLA from Karnataka
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X