For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিকে আদিবাসীদের জমি ছিনিয়ে নিতে দেব না, ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে বললেন রাহুল

Google Oneindia Bengali News

বিজেপিকে আপনাদের জমি ছিনিয়ে নিতে দেব না। ঝাড়খণ্ডে নির্বাচন প্রচারে গিয়ে এভাবেই আদিবাসী ভোটারদের মন জয় করার আপ্রাণ চেষ্টা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ ঝাড়খণ্ডের আদিবাসী অধ্যুষিত এলাকা সিমদেগাতে গিয়ে এক জনসভায় ভাষণ রাখেন রাহুল গান্ধী। সেখানেই তিনি বিজেপি সরকারকে তোপ দাগেন। পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন যে বিরোধী জোট রাজ্যে সরকার গঠন করলে তাদের জমি কেউ ছিনিয়ে নিতে পারবে না তাদের থেকে।

'আপনাদের জমি রক্ষা করব আমরা'

রাহুল গান্ধী বলেন, "আপনাদের জমি, জঙ্গল ও জল রক্ষা করব আমরা।" ছত্তিসগড়ের উদাহরণ টেনে এনে রাহুল বলেন, "ছত্তিসগড়ে আদিবাসীদের সব জমি বিজেপি হরপ করে নিচ্ছিল। কংগ্রেস সরকার এসে সেখানে তাদের জমি তাদের ফিরিয়ে দিয়েছে। বিজেপি যেখানেই সরকার গড়েছে সেখানেই আপনাদের মতো সাধারণ মানুষের থেকে জমি হাতিয়ে নিয়েছে।" পাশাপাশি তিনি বলেন, "আমরা যেখানে যেখানে কৃষকদের ঋণ মুকুব করব বলেছিলাম, আমরা তা করেছি।"

২০১৪-এ ভালো হয়নি কংগ্রেসের ফল

২০১৪-এ ভালো হয়নি কংগ্রেসের ফল

রাজ্যে কংগ্রেস ৮১টি আসনের ৩১টিতে লড়ছে। ৪৩টিতে লড়ছে হেমন্ত সোরেনের জেএমএম। এছাড়া ৭টি আসনে লড়ছে লালুর আরজেডি। জোটের মুখ্যমন্ত্রী পদ প্রার্থী জেএমএম প্রধান তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ২০১৪ সালে জেএমএম ১৯টি আসনে জিতেছিল। কংগ্রেস জিতেছিল ৬টিতে। তবে আরজেডির ঝুলি শূন্যই ছিল।

এনডিএ-র ভাঙনে আশা দেখছে কংগ্রেস

এনডিএ-র ভাঙনে আশা দেখছে কংগ্রেস

এদিকে ঝাড়খণ্ডের নির্বাচনে ইতিমধ্যেই এনডিএ ভেঙে গিয়েছে। বিহারে বিজেপির শরিকরা ঝাড়খণ্ড নির্বাচনে সঙ্গ ছেড়েছে পদ্ম শিবিরের। ঝাড়খণ্ডে এই মুহূর্তে বিজেপির একমাত্র শরিক হিসাবে দাঁড়িয়ে রয়েছে অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন (আজসু)। ঝাড়খণ্ডের ভোট ময়দানে আজসু ছাড়া বিজেপির সঙ্গ একে একে ছেড়ে দিয়েছে রামবিলাস পাসওয়ানের এলজেপি ও নীতীশ কুমারের জেডিইউ। এদিকে সঙ্গ না ছাড়লেও ঝাড়খণ্ডের ৮১টির মধ্যে ২৭টি আসনে বিজেপির বিপরীতে প্রার্থী দিয়েছে আজসু। প্রসঙ্গত, ২০০০ সাল থেকে বিজেপির সঙ্গে শরিক থেকেছে আজসু। এনডিএ-র এই ভাঙনকে কাজে লাগিয়েই ঝাড়খণ্ড মাত করতে চাইছে কংগ্রেস।

English summary
would not let bjp snatch tribal lands says rahul gandhi in jharkhand
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X