For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুলকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান! বিজেপির অস্বস্তি বাড়িয়ে যা বললেন প্রাক্তন-আডবানী সহযোগী

বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আদবানীর প্রাক্তন সহযোগী সুধীন্দ্র কুলকার্নির ভবিষ্যত প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ রাহুল গান্ধীকে।

  • |
Google Oneindia Bengali News

শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদের পর এবার সুধীন্দ্র কুলকার্নি। সাধারণ নির্বাচনের দিকে দেশ যত এগোচ্ছে বিজেপির অস্বস্তি যেন ততই বাড়ছে। বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আদবানীর প্রাক্তন সহযোগী সুধীন্দ্র কুলকার্নির ভবিষ্যত প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ রাহুল গান্ধীকে। মুম্বইয়ের আলোচনাসভায় সুধীন্দ্র কুলকার্নির এই বক্তব্য যে বিজেপির অস্বস্তি আরও বাড়াবে তা আর বলার অপেক্ষা রাখে না।

রাহুলকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান! বিজেপির অস্বস্তি বাড়িয়ে যা বললেন প্রাক্তন-আডবানী সহযোগী

দেশের সামনে বড় সমস্যা অনেক। ভারতের এমন একজনকে প্রধানমন্ত্রী হিসেবে দরকার, যিনি কাশ্মীর সমস্যার মতো সমস্যার সমাধান করতে পারবেন। সেই জন্য ভবিষ্যতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকেই তাঁর প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ। মুম্বইয়ের আলোচনা সভায় এমনটাই বললেন বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আদবানীর প্রাক্তন সহযোগী সুধীন্দ্র কুলকার্নি। আলোচনাসভায় পাকিস্তান ও চিনের সঙ্গে সমস্যার কথাও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী এই সব সমস্যার সমাধান করতে ব্যর্থ।

আলোচনা সভায় রাহুল গাগন্ধীর প্রশংসা করতে গিয়ে সুধীন্দ্র কুলকার্নি তাঁকে বড় হৃদয়ের মানুষ বলে উল্লেখ করেন। রাহুল গান্ধীকে আদর্শবাদী এবং সমবেদনার সাথী বলেও বর্ণনা করেন তিনি। বর্তমান সময়ে কোনও রাজনৈতিক নেতাই ভালবাসা কিংবা সমবেদনার কথা বলেননি বলে মন্তব্য করেন তিনি।

সুধীন্দ্র কুলকার্নি বলেন, আলাপ আলোচনার মাধ্যমেই পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিন ধরে পড়ে থাকা সমস্যার সমাধান করতে পারে। এইভাবে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে বড় দেশ হয়ে উঠতে পারে ভারত।

সুধীন্দ্র কুলকার্নি বলেন, ২০১৯-এর নির্বাচনের আগে রাহুল গান্ধীর উচিত, প্রতিবেশী পাকিস্তান, বাংলাদেশ ও চিনে যাওয়া। বড় সমস্যার সমাধান সম্ভব, এই ধারনা তুলে ধরতেই রাহুলের সফর জরুরি বলে মন্তব্য করেন তিনি। আলোচনা সভায় নিজেকে কংগ্রেসের শুভার্থী হিসেবে তুলে ধরেন তিনি।

বিরোধী আসনে থাকাকালীন আফগানিস্তানে গিয়েছিলেন রাজীব গান্ধী। সেরকমই রাহুলজির উচিত পাকিস্তান, চিন ও বাংলাদেশে যাওয়া।

অল ইন্ডিয়া প্রফেশনালস কংগ্রেসের অনুষ্ঠানে সুধীন্দ্র কুলকার্নি ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সলমন খুরশিদ। সেখানে তাঁর বই 'স্পেকট্রাম পলিটিক্স'-এরও প্রকাশ করা হয়।

English summary
Would Like To See Rahul Gandhi As Prime Minister says Advani's former aide Sudheendra Kulkarni
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X