For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ভারত মাতা কি জয়' না বললে গর্দান কাটতাম : বাবা রামদেব

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

রোহতক, ৪ এপ্রিল : 'ভারত মাতা কি জয়' বলা উচিত কিনা তা নিয়ে সারা দেশে তুমুল বিতর্ক চলছে। সেই বিতর্কেই নতুন করে ঘি ঢাললেন যোগগুরু বাবা রামদেব।

কংগ্রেস নেতাদের সমকামী তকমা দিয়ে ফের বিতর্কে বাবা রামদেব

কোনও একটি সম্প্রদায়ের লোকেদের একাংশ 'ভারত মাতা কি জয়' স্লোগান দিতে ইচ্ছুক নয়। তা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক চলছে। তার মাঝেই রামদেবের হুমকি, দেশে আইনের শাসন রয়েছে। নাহলে অনিচ্ছুক লাখ লাখ লোকের তিনি মুণ্ডচ্ছেদ করতেন।

রোহতক, ৪ এপ্রিল : 'ভারত মাতা কি জয়' বলা উচিত কিনা তা নিয়ে সারা দেশে তুমুল বিতর্ক চলছে। সেই বিতর্কেই নতুন করে ঘি ঢাললেন যোগগুরু বাবা রামদেব। কোনও একটি সম্প্রদায়ের লোকেদের একাংশ 'ভারত মাতা কি জয়' স্লোগান দিতে ইচ্ছুক নয়। তা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক চলছে। তার মাঝেই রামদেবের হুমকি, দেশে আইনের শাসন রয়েছে। নাহলে অনিচ্ছুক লাখ লাখ লোকের তিনি মুণ্ডচ্ছেদ করতেন। রবিবার তিনি এই মন্তব্য করেছেন। এখানেই না থেমে রামদেবের বক্তব্য, মাতৃভূমির সম্মান করায় বাধা দেওয়া কোনও ধর্ম বড় হতে পারে না। রোহতকে আরএসএসের 'সদ্ভাবনা মিছিল' উপলক্ষে এই মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, "কেউ কেউ দেশের মধ্যে দাঁড়িয়েই বলছে ভারত মাতার জয় বলবে না। দেশে আইন রয়েছে। নাহলে একজনের কেন আমি লক্ষ লোকের গর্দান কেটে নিতাম। আমি দেশের আইনের সম্মান করি। নাহলে ভারত মাতার অপমানকারীদের মুণ্ডচ্ছেদ করার আমি ক্ষমতা রাখি।" রামদেব আরও বলেছেন, "দেখে আশ্চর্য হই, কিছু ব্যক্তি, প্রতিষ্ঠান বলছে, ভারত মাতা কি জয় বলা আমাদের ধর্মের বিরুদ্ধে। কিন্তু কোনও ধর্ম যদি বলে দেশের সম্মান বাড়িও না, তাহলে এমন ধর্মকে দেশের কোনও প্রয়োজন নেই।"

রবিবার তিনি এই মন্তব্য করেছেন। এখানেই না থেমে রামদেবের বক্তব্য, মাতৃভূমির সম্মান করায় বাধা দেওয়া কোনও ধর্ম বড় হতে পারে না। রোহতকে আরএসএসের 'সদ্ভাবনা মিছিল' উপলক্ষে এই মন্তব্য করেছেন তিনি।

গরিব ঘরে 'হানিমুন' করতে যান রাহুল গান্ধী! অশালীন রামদেব

তিনি বলেন, "কেউ কেউ দেশের মধ্যে দাঁড়িয়েই বলছে ভারত মাতার জয় বলবে না। দেশে আইন রয়েছে। নাহলে একজনের কেন আমি লক্ষ লোকের গর্দান কেটে নিতাম। আমি দেশের আইনের সম্মান করি। নাহলে ভারত মাতার অপমানকারীদের মুণ্ডচ্ছেদ করার আমি ক্ষমতা রাখি।"

রামদেব আরও বলেছেন, "দেখে আশ্চর্য হই, কিছু ব্যক্তি, প্রতিষ্ঠান বলছে, ভারত মাতা কি জয় বলা আমাদের ধর্মের বিরুদ্ধে। কিন্তু কোনও ধর্ম যদি বলে দেশের সম্মান বাড়িও না, তাহলে এমন ধর্মকে দেশের কোনও প্রয়োজন নেই।"

English summary
Would have beheaded lakhs for not chanting 'Bharat Mata Ki Jai', was there no law in country: Ramdev
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X