For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরিয়ানি খেতে ভাল বাসেন! খাওয়ার সময় এই পরিস্থিতিতে পড়েছেন কি কোনওদিন

বিরিয়ানির প্লেটেই দেখেন পোকা, তাহলে আপনার কী অবস্থা হতে পারে. তা আর বলার দরকার পড়ে না। এরকম না হওয়াটাই বাঞ্ছনীয়।

  • |
Google Oneindia Bengali News

হায়দরাবাদে গিয়েছেন আর বিরিয়ানি খাননি এরকম কথা অস্বীকার করবেন না কেউই। যদি কেউ খাদ্যপ্রেমী হন তাহলে তো কথাই নেই। কিন্তু যদি সেই বিরিয়ানির প্লেটেই দেখেন পোকা, তাহলে আপনার কী অবস্থা হতে পারে. তা আর বলার দরকার পড়ে না। এরকম না হওয়াটাই বাঞ্ছনীয়। এই ঘটনার জেরে ওই রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা দিতে হয় বলে জানা গিয়েছে।

বিরিয়ানি খেতে ভাল বাসেন! খাওয়ার সময় এই পরিস্থিতিতে পড়েছেন কি কোনওদিন

তিনি বিরিয়ানি প্রেমী কীনা জানা নেই, তবে এক গ্রাহক গিয়েছিলেন আইকেইএ-র হায়দরাবাদ শাখায়। যেখানে থাকা ভারতের বড় বলেই খ্যাত বিরিয়ানির স্টল রয়েছে। প্রতিদিনই বহু মানুষ যান শুধুমাত্র বিরিয়ানি চেখে দেখতে। হায়দরাবাদের এহেন নামকরা এক খাবারের জায়গাতে বিরিয়ানির প্লেটে মিলল পোকা।

গ্রাহকের অভিযোগে বিপাকে পড়ে যায় ওই সংস্থা। গ্রাহক দাবি করেন, তাকে যে ভেজ বিরিয়ানি দেওয়া হয়েছে তাতেই পাওয়া গিয়েছে পোকা।
গ্রাহক আইকেইএ-র ম্যানেজমেন্টের কাছে অভিযোগ দায়ের করেন। এছাড়াও ওই গ্রাহক গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশনের কাছেও অভিযোগ করেন। সোশ্যাল মিডিয়ায় তুলে দেন সেই প্লেটের চিত্র।


অভিযোগের একদিনের মধ্যেই ফুড সেফটি অফিসার, ফুড ইনস্পেক্টর, অ্যাসিস্ট্যান্ট মেডিক্যাল অফিসারকে নিয়ে রেস্টুরেন্টে চলে অভিযান। সেখান থেকে খাবারের স্যাম্পেল সংগ্রহ করা হয় পরীক্ষার জন্য।

আইকেইএ-র তরফে ঘটনার জন্য ক্ষমা চাওয়া হয়েছে। ঘটনার তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

English summary
Worm found in biryani at Ikea Hyderabad, restaurant fined Rs 10,000
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X