For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার, পরামর্শ জরুরি অবস্থায়

World Health Organization about India, India’s Corona situation, WHO worrying for India’s situation, ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, করোনায় উদ্বেগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ ভারতের জরুরি

Google Oneindia Bengali News

ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লুএইচও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস আধানম ঘেব্রয়েসাস জানিয়েছেন, ভারতের বেশ কয়েকটি রাজ্যের উদ্বেগজনক করোনা সংক্রমণ, হাসপাতালের পরিস্থিতি এবং মৃত্যু অব্যাহত রয়েছে। তবে বিশ্বের অনেক দেশ ভারতকে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তাকে আমরা সাধুবাদ জানাই।

ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ভিনদেশ থেকে হাজার হাজার অক্সিজেন কনসেন্ট্রেটর, মোবাইল ফিল্ড হাসপাতাল, মাস্ক এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জাম এসেছে এদেশে। টেড্রস বলেন, "কোভিড ১৯-এর কারণে ইতিমধ্যে ৩.৩ মিলিয়নেরও বেশি লোকের জীবন হানি ঘটেছে। করোনা মহামারীটির দ্বিতীয় ঢেউ প্রথমের চেয়ে অনেক বেশি মারাত্মক আকার নিয়েছে।

তিনি বলেন, করোনার দ্বিতীয় তরঙ্গে জরুরি অবস্থা কেবল ভারতেই নয়, বেশ কয়েকটি দেশে বাড়বাড়ন্ত হয়েছে। নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড এবং মিশর এমন কয়েকটি দেশে প্রথমবারের তুলনায় বেশি বাড়ছে। তিনি আরও বলেন, এখনও অনেক দেশই সুরক্ষিত নয়, কারণ বিশ্বজুড়ে ভ্যাকসিন এখনও বণ্টন হয়ে ওঠেনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, ২০২১-এর জানুয়ারিতে আমি বিপর্যয়ের সম্ভাবনার কথা উদ্ঘাটন করেছিলাম। দুর্ভাগ্যক্রমে, আমরা এখন করোনার সেই খেলাটি প্রত্যক্ষ করছি। বেশ কয়েকটি ভ্যাকসিন সরবরাহ মুষ্টিমেয় ধনী দেশগুলিতে চললেও, এখন ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলিতে টিকা দেওয়া সম্ভব হয়নি।

English summary
World Health Organization expresses worrying with India’s Corona situation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X