For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গতি বাড়াচ্ছে করোনা !‍ ১০০ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ১০ লক্ষ

  • |
Google Oneindia Bengali News

ইতিমধ্যেই গোটা বিশ্ব জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪২ লক্ষের গণ্ডি পার করেছে। তালিকায় শীর্ষ স্থানে রয়েছে আমেরিকা, ব্রাজিল , ভারত। এমতাবস্থায় করোনা আক্রান্তের নিরিখে নতুন রেকর্ড তৈরি হল গোটা বিশ্বেই। সূত্রের খবর গত ১০০ ঘণ্টায় গোটা বিশ্ব জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লক্ষের গণ্ডি পার করেছে।

১০০ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ১০ লক্ষ, নতুন রেকর্ড গোটা বিশ্বে

এদিকে চলতি বছরের প্রথমার্ধে জানুয়ারি মাসে চিনের উহান প্রদেশে প্রথম করোনা সংক্রমণের কথা জানা যায়। তারপর থেকে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লক্ষের গণ্ডি পার করতে তিন মাসেরও বেশি সময় লেগেছিল। সেখানে বর্তমানে ১০ লক্ষের গণ্ডি পার করতে মাত্র ১০০ ঘন্টা সময় লাগছে বলে জানা যাচ্ছে। জুলাইয়ের ১৩ তারিখ করোনা আক্রান্তের সংখ্যা যেখানে ১ কোটি ৩০ লক্ষের আশেপাশে ছিল তা মাত্র চার দিনে ১০ লক্ষেরও বেশি ছাড়িয়ে যেতে দেখা যায়।

এদিকে করোনা আক্রান্তের নিরিখে গোটা বিশ্বের মধ্যে শীর্ষস্থানে রয়েছে আমেরিকা। মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৩ লক্ষ ৭৭ হাজার ১৩৮ জন। মারা গেছেন ১ লক্ষ ৪২ হাজারেও বেশি মানুষ। আমেরিকার পরেই রয়েছে ব্রাজিল। জাইর বলসোনারোর দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৪৮ হাজার ৬৯৭। তৃতীয় স্থানে রয়েছে ভারত। ভারতে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪০ হাজার ৯৪৮। মৃতের সংখ্যা ২৬, ২৯৫।

English summary
The number of coronavirus attacks in 100 hours reached to 1 million
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X