For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাস থেকে বাঁচতে কর্মীদের বাড়িতে বসে কাজ করার পরার্মশ দেশ–বিদেশের সংস্থার

করোনা ভাইরাস থেকে বাঁচতে কর্মীদের বাড়িতে বসে কাজ করার পরার্মশ দেশ–বিদেশের সংস্থার

Google Oneindia Bengali News

ভারতে দেখা দিয়েছে করোনা ভাইরাসের প্রকোপ। দেশজুড়ে বহু সংস্থাই এখন সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে এই সংক্রমণ থেকে বাঁচতে। কিছু কিছু সংস্থা কর্মীদের বাণিজ্য সফরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তেমনি অন্য সংস্থাগুলি কর্মীদের বাড়িতে বসেই কাজ করতে ও ভার্চুয়াল বৈঠক করার পরামর্শ দিয়েছে।

দেশের বহু সংস্থাই ঘরে বসে কাজ করতে বলছে

দেশের বহু সংস্থাই ঘরে বসে কাজ করতে বলছে

রিপোর্টে জানা গিয়েছে, বেঙ্গালুরুর হায়দরাবাদে একটি সংস্থা ২০ জন কর্মীকে বাড়িতে বসে কাজ করার জন্য বলেছে। হরিয়ানার গুরুগ্রামের এক সংস্থার কর্মীদেরও বাড়িতে বসে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। গুরুগ্রামের নাগারো নামের এক সংস্থা তাদের কর্মীদের জানিয়েছে যে অপ্রয়োজনে সফর করার দরকার নেই এবং প্রয়োজন না হলে অফিসে না এসে বাড়িতে বসেই কাজ করতে বলা হয়েছে কর্মীদের। সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, ‘‌আমরা আমাদের সহকর্মীদের বলেছি যে সব টিম পার্টি বা একত্রিত হওয়া বাতিল করতে এবং ওয়ার্কশপ বা প্রশিক্ষণের জায়গায় ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলতে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বলা হয়েছে নিয়মিত হাত ধোয়া, স্যানিটাইজারস ব্যবহার করা এবং ঠাণ্ডা লেগেছে এমন ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা।'‌ সংস্থার পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এও বলা হয়েছে যে ভিড় রয়েছে এমন জায়গায় না যেতে কর্মীদের। মানসারের রপ্তানিকার উদ্যোগ বিহার বিদেশ সফরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং তাদের ক্রেতাদের বলেছে ভারত সফর পিছিয়ে দিতে।

বাড়িতে কাজ করাই নিরাপদ

বাড়িতে কাজ করাই নিরাপদ

মঙ্গলবার সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটার ঘোষণা করেছে যে করোনাভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে বিশ্বজুড়ে কর্মীরা বাড়িতেই নিরাপদে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে, এটা সত্যিই খুবই অনুপ্রেরণার বিষয়। এক টুইট বার্তায় সংস্থার সিইও জ্যাক ডরসি বলেছিলেন যে ‘‌করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা কমাতে গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া হচ্ছে।'‌ জে পি মরগান চেজ, আরও একটি বহুজাতিক সংস্থা যা তার কর্মচারীদের বাড়ি থেকে কাজ করানোর জন্য চিন্তাভাবনা করছে। রিপোর্ট অনুসারে, এটি তার হাজার হাজার কর্মচারীকে একদিনের জন্য বাড়িতে কাজ করিয়ে দেখবে যে ভবিষ্যতে এই পরিকল্পনা কাজে দেয় কিনা।

ব্রিটিশ সরকারও এই নির্দেশ দিয়েছে

ব্রিটিশ সরকারও এই নির্দেশ দিয়েছে

ব্রিটিশ সরকারের পক্ষ থেকেও তার অধীনস্ত কর্মচারীদের অন্তত তিনমাসের জন্য বাড়িতে কাজ করতে বলা হয়েছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী বোরিস জনসন জানিয়েছেন যে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে। এই দেশে ইতিমধ্যেই ৪০ জন এই সংক্রমণে আক্রান্ত।

English summary
IT firms in Gurugram, Haryana have asked staff to work from home. Nagarro, a Gururgam-based software company, asked its employees to avoid non-essential travel, and work from home unless it was necessary to come to the office
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X