For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর পাকিস্তান সফরের প্রতিবাদ করব না: হাফিজ সইদ

Google Oneindia Bengali News

মোদীর পাকিস্তান সফরের প্রতিবাদ করব না: হাফিজ সইদ
নয়াদিল্লি, ১৫ জুলাই : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তান সফরে এলে তার বিরোধিতা করবে না পাকিস্তানি জঙ্গী সংগঠন জামাত-উদ-দোয়া। জানিয়ে দিলেন সংগঠনের নেতা হাফিজ সইদ। তাদের সংগঠন এইধরণের রাজনীতি ও প্রতিবাদে অংশগ্রহণ করে না বলে জানিয়ে দিলেন সইদ। বিজেপি ঘণিষ্ঠ রামদেবের শিষ্য সাংসবাদিক বেদ প্রকাশ বৈদিকের সঙ্গে বৈঠকের পর একথা জানিয়ে দেন সইদ।

সাংবাদিক বৈদিকের সঙ্গে হাফিজ সইদের এই সাক্ষাৎ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। সইদ অবশ্য বিষয়টিকে লঘু করে দেখানোর চেষ্টা করেছেন। আমাদের সঙ্গে ভারতীয় সাংবাদিকের সাক্ষাৎ নিয়ে যে অসন্তোষ তৈরি হয়েছে তা আসলে রাজনৈতিক নেতাদের চরমপন্থা, সংকীর্ণ মানসিকতারই পরিচয় দিচ্ছে। এটা লজ্জাজনক।

এদিন সাংবাদিক বেদ প্রকাশ বৈদিকের সঙ্গে কী আলোচনা হয়েছে, সে প্রসঙ্গে সইদ বলেন, কীভাবে মুম্বই ২৬/১১ হামলার ভারতের দেওয়া তথ্য খারিজ হয়ে গিয়েছে সে বিষয়ে আলোচনা হয়েছে এবং সাংবাদিককে আমার জিজ্ঞাস্য ছিল, ভারত কেন পাকিস্তানের আদালতের রায়ের সম্মান করে না। বৈদিক আমাকে জিজ্ঞাসা করেছিলেন মোদী যদি পাকিস্তান সফরে যান তাহলে আমরা তার বিরোধ করব কিনা? আমরা জানিয়ে দিয়েছি, আমরা এ ধরণের রাজনীতি বা বিরোধিতা করি না।

এদিকে পাসিস্তানি জঙ্গী সংগঠনের নেতার সঙ্গে সাক্ষাৎ নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়তে হয় বৈদিককে। পরে অবশ্য তিনি জানিয়েছেন, আমি যখন পাকিস্তানে ছিলাম, তখন আমার এক সাংবাদিক বন্ধু বলেছিলেন, সইদের সঙ্গে আমি যদি দেখা করতে চাই করতে পারেন। আমি রাজি হয়েছিলাম। সঙ্গে সঙ্গে সাক্ষাতের দিন ঠিক হয়ে গিয়েছিল। এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল না বলেই জানিয়েছেন তিনি।

কংগ্রেসের তরফ থেকে অভিযোগ তোলা হয়েছে, মোদী সরকারের প্রতিনিধি হয়েই সইদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন সাংবাদিক বৈদিক। কারণ বাবা রামদেব বিজেপি ঘণিষ্ঠ তা সবারই জানা। সাংবাদিক বেদ প্রকাশ বৈদিক রামদেবের শিশ্য।

কিন্তু নিজের সমর্থনে বৈদিক জানিয়েছেন, পাকিস্তানে আমার নাম যথেষ্ট জনপ্রিয়। আমার লেখা অনুবাদ করে পাকিস্তানি মিডিয়া। আমার ৫৫ বছরের সাংবাদিকতা জীবনে কারোর সঙ্গে দেখা করার জন্য আমি না বলিনি। আমি মাও নেতা, এলটিটিই নেতা এমনকী প্রভুকরণের সঙ্গেও দেখা করেছি। আমি জানতে চেয়েছিলাম কেন সইদ ভারতের বিরুদ্ধে এমন অপরাধমূলক ঘটনা ঘটাচ্ছে। আর তা জানতে গেলে সইদের সঙ্গে কথা বলা প্রয়োজন ছিল।

English summary
Won’t protest Modi’s visit to Pakistan: Hafiz Saeed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X