For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই বিজেপি শাসিত রাজ্যে একমাত্র এই শর্তেই মুক্তি পেতে পারে 'পদ্মাবত', যা জানাচ্ছে গেরুয়া শিবির

'সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন' থেকে ছবি মুক্তির ছাড়পত্র পেলেও, বিতর্কিত দৃশ্য ছাঁটলে তবেই বিজেপি শাসিত রাজস্থানে মুক্তি পাবে 'পদ্মাবত'। নতুবা জারি রাখা হবে ছবির ওপর নিষেধাজ্ঞা

  • |
Google Oneindia Bengali News

'সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন' থেকে ছবি মুক্তির ছাড়পত্র পেলেও, বিতর্কিত দৃশ্য ছাঁটলে তবেই বিজেপি শাসিত রাজস্থানে মুক্তি পাবে 'পদ্মাবত'। নতুবা জারি রাখা হবে ছবির ওপর নিষেধাজ্ঞা। এদিকে, সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে 'পদ্মাবত' মুক্তি পেতে চলেছে আগামী ২৫ জানুয়ারি। রাজস্থানের চিতোরগড়ের রাজরানী পদ্মিনী সম্পর্কীয় এই ফিল্ম ঘিরে এর আগে চরম বিক্ষোভ দেখায় রাজপুত সম্প্রদায়ের বহু সংগঠন। এবার রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাবচন্দ কাটারিয়াও সেই সুরেই কথা বললেন।

যা বলছে রাজস্থান সরকার

যা বলছে রাজস্থান সরকার

রাজস্থান সরকারের তরফে স্বরাষ্ট্রমন্ত্রী গুলাবচন্দ কাটারিয়া স্পষ্ট ভাষায় জানিয়েছেন, রাজস্থানে মুক্তি পেতে দেওয়া হবে না 'পদ্মাবত'কে যদি না ছেঁটে ফেলা হয় বিতর্কিত দৃশ্যগুলি। তিনি জানিয়েছেন, 'পদ্মাবত' থেকে বিতর্কিত দৃশ্য ছাঁটাই না হলে, সহ্য করা হবে না ছবির মুক্তি।

[আরও পড়ুন:বহু বিতর্কের পর এমাসেই মুক্তি পাচ্ছে 'পদ্মাবত', জানিয়ে দেওয়া হল তারিখ][আরও পড়ুন:বহু বিতর্কের পর এমাসেই মুক্তি পাচ্ছে 'পদ্মাবত', জানিয়ে দেওয়া হল তারিখ]

কেন অনড় অবস্থান বিজেপি-র?

কেন অনড় অবস্থান বিজেপি-র?

ওয়াকিবহাল মহলের ধারণা, রাজস্থান জুড়ে রাজপুত সম্প্রদায় যেভাবে 'পদ্মাবত' নিয়ে ক্ষোবে ফুঁসছে, তার বিরোধিতার রাস্তায় হাঁটতে চাইছে না রাজস্থানের বিজেপি শাসিত সরকার। কয়েকদিন বাদেই রাজস্থানের বিভিন্ন সংসদীয় আসনে উপনির্বাচন হওয়ার কথা। সেদিকে, তাকিয়েই বিজেপি শাসিত বসুন্ধরা রাজে সরকারের এমন অনড় অবস্থান, বলে ধারণ অনেকের।

রাজপুত কর্নি সেনার বক্তব্য

রাজপুত কর্নি সেনার বক্তব্য

রাজপুত কর্নি সেনার তরফে গিরিরাজ সিং জানিয়েছেন, যখন স্ক্রিনিং কমিটি ছবিটিকে ইতিহাসিক ছবি ন.য়, বলে তকমা দিয়েছে, তাহলে কী দরকার ছবি প্রদর্শনের। পাশাপাশি তাঁর অভিযোগ ছবি ঘিরে কোনও গোপন আঁতাত হয়েছে সেন্সর বোর্ডপ্রধান প্রসূণ যোশী ও ছবির নির্মাতাদের মধ্যে।

কংগ্রেসের বক্তব্য

কংগ্রেসের বক্তব্য

রাজস্থান কংগ্রেসের তরফে সচিন পাইলট জানিয়েছেন, বিজোপি গোটা ইস্যুটিকে সঠিকভাবে মর্যাদা দিয়ে দেখেনি। গোটা ইস্যু থেকে বিজেপি রাজনৈতিক ফায়দা তুলতে চেয়েছে বলে দাবি এই কংগ্রেস নেতার।

এর আগে সেন্সর বোর্ড যা জানিয়েছে

এর আগে সেন্সর বোর্ড যা জানিয়েছে

ছবিকে মুক্তির ছাড়পত্র দেওয়ার আগে , পরীক্ষামূলক কমিটির সঙ্গে বৈঠকে বসে সেন্সর বোর্ড। বৈঠকে ঠিক হয়, গোটা ছবিতে বেশ কিছু 'পরিবর্তন' করার পরই ইউএ সার্টিফিকেট এই ছবিকে দেওয়া হবে। ছবির নাম 'পদ্মাবতী 'থেকে পরিবর্তন করে 'পদ্মাবত' করে দেওয়া হয়। এছাড়াও ছবির ৫ টি দৃশ্যে পরিবর্তন করার কথা বলা হয়েছে।

English summary
Even after Central Board of Film Certification (CBFC) cleared Sanjay Leela Bhansali's film, Padmavati, with few changes, the storm surrounding it refuses to die down. Padmavati is now renamed Padmavat, and is all set to hit the screens on January 25 this year, and the box office readies for a massive clash.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X