For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'প্রধানমন্ত্রী মোদীর রাতের ঘুম কেড়ে নেবেন' হঁশিয়ারি রাহুল গান্ধীর

'যতক্ষণ পর্যন্ত না দেশের কৃষকদের ঋণমকুব হচ্ছে, ততক্ষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে না ঘুমোতে দেবেন।' এই বলে হুঁশিয়ারি দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

  • |
Google Oneindia Bengali News

'যতক্ষণ পর্যন্ত না দেশের কৃষকদের ঋণমকুব হচ্ছে, ততক্ষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে না ঘুমোতে দেবেন, না বিশ্রাম নিতে দেবেন।' এই বলে হুঁশিয়ারি দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। মধ্যপ্রদেশে যেভাবে ক্ষমতায় আসার কয়েকঘণ্টার মধ্যে কৃষিঋণ মকুব করেছে কংগ্রেস সরকার, সেই উদাহরণ টেনে কেন্দ্রকে বিঁধেছেন তিনি।

প্রধানমন্ত্রী মোদীর রাতের ঘুম কেড়ে নেবেন জানিয়ে দিলেন রাহুল গান্ধী

সাম্প্রতিক সময়ে তিন রাজ্যে কংগ্রেসের বিপুল জয়কে কৃষকদের জয় বলে অভিহিত করেছেন রাহুল। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দেগে রাহুল বলেছেন, তিনি গরিব কৃষকদের একটাকাও মকুব করেননি। কংগ্রেস শাসিত রাজ্যে কৃষকদের ঋণ মকুব করা হবে ও বিজেপিকে তা করতে বাধ্য করা হবে।

[আরও পড়ুন: কংগ্রেসের প্রাথমিক সদস্যপদে ইস্তফা! রায় নিয়ে সজ্জন কুমার দিলেন না কোনও উত্তর][আরও পড়ুন: কংগ্রেসের প্রাথমিক সদস্যপদে ইস্তফা! রায় নিয়ে সজ্জন কুমার দিলেন না কোনও উত্তর]

রাহুলের হুঁশিয়ারি, কৃষকদের ঋণ মকুব করানো না পর্যন্ত মোদীজিকে আমরা ঘুমোতে বা বিশ্রাম নিতে দেব না। দেশের কৃষকদের প্রতি মোদীর কোনও ভাবনা নেই। ১৫জন শিল্পপতিকে নিয়ে তিনি ভেবে চলেছেন বলে ফের তোপ দেগেছেন রাহুল।

প্রসঙ্গত, সংসদে প্রবেশের মুখে এদিন এক সাংবাদিক রাহুলকে জিজ্ঞাসা করলেন, ছত্তিশগড় ও রাজস্থানের কৃষি ঋণ মকুব নিয়ে কিছু বলবেন কিনা! রাহুল সঙ্গে সঙ্গে জানান, 'দেখলেন আপনি। কাজ শুরু হয়ে গিয়েছে।' অর্থাৎ কংগ্রেস যে প্রতিশ্রুতি রক্ষা করতে দেরি করেনি তা বুঝিয়ে দিয়েছেন রাহুল। পাশাপাশি এটাও বুঝিয়ে দিয়েছেন যে মধ্যপ্রদেশের মতোই বাকী দুই রাজ্যেও কাজ হয়ে যাবে সময়ের আগেই।

[আরও পড়ুন; মহাজোটের সঙ্গীরা অরাজি! তাও রাহুলকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরলেন স্তালিন][আরও পড়ুন; মহাজোটের সঙ্গীরা অরাজি! তাও রাহুলকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরলেন স্তালিন]

মধ্যপ্রদেশের পাশাপাশি রাজস্থান ও ছত্তিশগড়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস। এই দুই রাজ্যেও ক্ষমতায় এলে কৃষি ঋণ মকুবের কথা প্রচারের সময়ে প্রতিশ্রুতি দিয়ে জানিয়েছেন রাহুল গান্ধী। ফলে মধ্যপ্রদেশে কমলনাথ ২ লক্ষ টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুব করার সিদ্ধান্ত ঘোষণার পরে রাহুলের প্রতিক্রিয়া ছিল, 'একটা হয়েছে। আরও ২টো বাকী রয়েছে।'

English summary
'Won't let PM Modi sleep till he waives farm loans', says Rahul Gandhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X