For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সীমান্ত কৃত্রিমভাবে বাড়িয়ে নিলে ,তা মানা হবে না', নেপালকে পাল্টা আক্রমণ শানাল ভারত

  • |
Google Oneindia Bengali News

লেপুলেখ সহ একাধিক ভারতীয় সীমান্তের জায়গাকে নিজের মানচিত্রে ঢুকিয়ে একটি নতুন মানচিত্র পেশ করে নেপাল। যা নয়াদিল্লি মোটেও ভালোভাবে নেয়নি। সীমান্ত সংঘাত এই ঘটনার জেরে চরম আকার নিতে শুরু করেছে। বিষয়টি এখানেই থেমে নেই। নেপাল অনবরত উস্কানিমূলক বার্তা দিচ্ছে ভারতের বিরুদ্ধে। এরপরই নয়াদিল্লির সাফ জবাব যায় কাঠমাণ্ডুর কাছে।

 দিল্লির জবাব

দিল্লির জবাব

'এই একপাক্ষিক অবস্থান (নেপালের) ঐতিহাসিক তথ্য ও প্রমাণের ওপর নির্ভর করছে না। কৃত্রিমভাবে সীমান্ত বাড়িয়ে নেওয়া মেনে নেবে না ভারত।' এদিন সাফ বার্তায় নেপালকে নিজের অবস্থান এভাবেই স্পষ্ট করে দেয় দিল্লি।

 এর আগে নেপালের কটাক্ষ ভারতকে

এর আগে নেপালের কটাক্ষ ভারতকে

নেপালে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। আর এর জন্য ভারতকেই দায়ী করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলি। এই বক্তব্যের দ্বারা যে সাম্প্রতিক সীমান্ত সংঘাত নেপাল ও ভারতের মধ্যে দেখা দিয়েছে , তাকেই কার্যত অলি কটাক্ষ করেছেন।

ভারতের বিরুদ্ধে তোপ

ভারতের বিরুদ্ধে তোপ

বুধবার সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন ভারত থেকে আসা করোনার প্রজাতি অনেক বেশি মারণ চিনা এবং ইতালির থেকে। ভারতে যারা বেআইনিভাবে প্রবেশ করেছে তারাই বয়ে নিয়ে এসেছে এই মারণ প্রজাতির করোনা ভাইরাস। এর জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন যথাযথ নথি না দেখেই একাধিক ভারতীয়কে বেআইনি ভাবে নেপালে প্রবেশ করানো হয়।

নেপাল নিয়ে ভারতের আশা

নেপাল নিয়ে ভারতের আশা

নেপালের নেতৃত্ব এইবিষয়ে ইতিবাচক পরিস্থিতি তৈরি করবে বলে দাবি ভারতের। উল্লেখ্য, গোটা পরিস্থিতির উদ্রেক লেপুলেখ থেকে। নেপাল সংগল্প সেই এলাকা ধরে নয়া রাস্তা নির্মাণ করেছে ভারত। যে রাস্তা ধরে মানস সরোবার যাওয়ার পথ সুগম হয়। আর তাতেই বাধ সেধেছে নেপাল। দিল্লির আশঙ্কা নেপালের এই অবস্থানের নেপথ্যে চিন থাকতে পারে।

 দিঘা থেকে ঘূর্ণিঝড়ের ওপর নজরদারি! ফনির থেকে ১০ গুণ বেশি ক্ষতি, বললেন শুভেন্দু দিঘা থেকে ঘূর্ণিঝড়ের ওপর নজরদারি! ফনির থেকে ১০ গুণ বেশি ক্ষতি, বললেন শুভেন্দু

English summary
Won't Accept 'Artificial Enlargement of Territorial Claims, India says to Nepal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X