For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মেয়েলি জামাকাপড় পরা ছেলেরা হিজড়ের জন্ম দেয়' প্রফেসরের মন্তব্যে তোলপাড় কেরল

'যে মহিলারা পুরুষদের মতো সাজেন তাদের সন্তান হলে তারা কেমন হবে? তারা হবে হিজড়ে বা নপুংসকের মতো। এমন দাবি কেরলের প্রফেসরের।

  • |
Google Oneindia Bengali News

'যে মহিলারা পুরুষদের মতো সাজেন তাদের সন্তান হলে তারা কেমন হবে? তারা হবে হিজড়ে বা নপুংসকের মতো। ইতিমধ্যে ৬ লক্ষ হিজড়ের জন্ম হয়েছে কেরলে।'

বক্তা খাতায়-কলমে কোনও অশিক্ষিত মানুষ নন। কেরলের এক প্রফেসর। নাম রাজিত কুমার। তিনি কালাডিতে একটি কলেজে স্বাস্থ্য সচেতনতা নিয়ে পড়ান। এহেন ব্যক্তির মন্তব্যে সাড়া পড়ে গিয়েছে কেরলে।

মেয়েলি জামাকাপড় পরা ছেলেরা হিজড়ের জন্ম দেয় প্রফেসরের মন্তব্যে তোলপাড় কেরল

রাজিত কুমার আবার নিজের মতো করে ব্যাখ্যাও করেছেন কীভাবে ট্রান্সজেন্ডার বা অটিস্টিক শিশুর জন্ম হয়। বলেছেন, যে মহিলারা জিনস পরে নিজেদের নারীত্বকে খাটো করেন তাঁরাই পরে গিয়ে হিজড়ে সন্তানের জন্ম দেন।

তাঁর মতে, ভালো পুরুষ ও নারীর সন্তান ভালোভাবে জন্ম নেয়। মহিলা ও পুরুষরা নিজেদের অবস্থান থেকে সরে এলেই হিজড়ের জন্ম হয়। আর অটিজমে আক্রান্ত বাচ্চার কীভাবে জন্ম হয়? সেই ব্যাখ্যাও এই শিক্ষকের কাছে রয়েছে। যারা জেহাদি বা ধ্বংসাত্মক মানসিকতার হন তাদের সন্তানদের অটিজমের সমস্যা হয়।

এই সমস্ত কথা ফেসবুকে ব্যাখ্য়া করে কীভাবে জীবনে বাঁচতে হবে সেই টিপসও দিয়েছেন রাজিত কুমার। এই ঘটনায় ইতিমধ্যে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। এখন দেখার এই ঘটনা কতদূর গড়ায়।

English summary
Women who dress like men give birth to transgenders, says Kerala professor Rajith Kumar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X