For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার থেকে একা মহিলাদের নিরাপত্তা দিয়ে গন্তব্যে পৌঁছে দেবে পুলিশ

এবার থেকে একা মহিলাদের নিরাপত্তা দিয়ে গন্তব্যে পৌঁছে দেবে পুলিশ

Google Oneindia Bengali News

এবার থেকে মহিলাদের এসকর্ট করে নিয়ে যাবে পুলিশ। এমনই উদ্যোগ নিতে চলেছে উত্তরপ্রদেশ পুলিশ। জানা গিয়েছে, পুলিশ রেসপন্স ভেহকেলস (‌পিআরভি)‌ রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত একা মেয়েদের সুরক্ষা দিয়ে গন্তব্যে পৌঁছে দেবে।

এবার থেকে একা মহিলাদের নিরাপত্তা দিয়ে গন্তব্যে পৌঁছে দেবে পুলিশ


পিআরভির কাজ কি

পুলিশ জানিয়েছে, কোনও একা মহিলা ওই সময়ের মধ্যে যদি রাস্তায় থাকে তবে পিআরভিতে ফোন করলে তারা ওই মহিলাকে এসকর্ট বা সুরক্ষা দিয়ে তাঁর গন্তব্যে পৌঁছে দেবে। সে জন্য তাঁকে উত্তরপ্রদেশ পুলিশের জরুরি বিভাগ ১১২ নম্বরে ফোন করতে হবে। রাজ্যে বেড়ে চলা মহিলাদের ওপর অপরাধ রুখতে ডিজিপি ওপি সিং এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। ডিজিপি বলেন, '‌মহিলাদের রাতের সুরক্ষা যাতে বজায় থাকে তার জন্যই পুলিশের এই উদ্যোগ গ্রহণ। জেলার যে কোনও একা মহিলা বা অন্যভাবেও যদি মহিলারা রাস্তায় অসুরক্ষিত মনে করেন তবে গন্তব্যে পৌঁছানোর জন্য এই পরিষেবা তাঁরা নিতে পারেন।

পিআরভিতে কতজন পুলিশ থাকছে

যেহেতু মহিলাদের সুরক্ষার জন্য এই পিআরভি, তাই এখানে দু’‌জন মহিলা পুলিশ থাকা বাধ্যতামূলক। প্রত্যেক জেলার পুলিশ প্রধান এই বন্দোবস্ত করবে। মহিলা সহ ১০ শতাংশ পুলিশ থাকবে জেলার পিআরভিতে। যাতে একা মহিলাদের সুরক্ষা দিতে পারে তারা। জেলার পুলিশ প্রধান জানিয়েছেন যে পিআরভির মহিলা পুলিশদের প্রশিক্ষণ থাকা জরুরি। গত সপ্তাহে ডিজিপি বেসরকারি সংস্থাগুলিকে মহিলা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছে।

মুসলিমদের কেন মসজিদ তৈরির জন্য জমি, সুপ্রিম কোর্টে জমা নয়া আবেদনমুসলিমদের কেন মসজিদ তৈরির জন্য জমি, সুপ্রিম কোর্টে জমা নয়া আবেদন

English summary
Any unaccompanied woman, who is out on road during these hours could call a PRV to escort her by dialing 112, the emergency response service of UP police.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X