For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিঙ্গনাপুর মন্দিরে মেয়েদের প্রবেশে বাড়বে ধর্ষণ : শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১১ এপ্রিল : মহারাষ্ট্রের শনি শিঙ্গনাপুর মন্দিরে বহু লড়াইয়ের পর প্রবেশের অধিকার পেয়েছেন মহিলারা। তবে এই দাবি আদায়ের দাম চোকাতে হবে মহিলাদের। এমনই দাবি দ্বারকা-সারদা পীঠের শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দের। [ধর্ষণের জন্য দায়ী মোবাইল ফোন, মন্তব্য আজম খানের]

৯৪ বছর বয়সী এই গুরুর দাবি, এই ঘটনা মহিলাদের জন্য দুর্ভাগ্য বয়ে আনবে। এর ফলে মহিলাদের উপরে ধর্ষণের ঘটনা আরও বাড়বে। ফলে তাঁর মতে, মহিলাদের ওই মন্দিরে ঢুকতে দেওয়া একেবারেই অনুচিত হয়েছে। [কাশ্মীরে সেনা জওয়ানরা মহিলাদের ধর্ষণ করে : কানহাইয়া কুমার]

"শিঙ্গনাপুর মন্দিরে মেয়েদের প্রবেশে বাড়বে ধর্ষণ"

গত ৪০০ বছর ধরে শিঙ্গনাপুর মন্দিরে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে তা নিয়ে আন্দোলন চালাচ্ছিলেন মহিলা সমাজকর্মীরা। এরপরে গত সপ্তাহে মন্দির কর্তৃপক্ষ জানিয়ে দেয়, প্রবেশের ক্ষেত্রে কাউকে বাধা দেওয়া হবে না। [সম্পর্কে ব্যর্থতাই বাড়িয়ে তুলছে ধর্ষণের ঘটনা]

এই ঘটনার প্রেক্ষিতে শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ জানিয়েছেন, শনি হলেন পাপের দেবতা। তাঁকে পুজো করার অর্থ হল মহিলাদের উপরে অপরাধ আরও বাড়বে। মন্দিরের গর্ভগৃহে মহিলারা ঢুকলে ধর্ষণের ঘটনা আরও বাড়বে বলেও দাবি করেছেন তিনি। ['সানি লিওনির কন্ডোমের বিজ্ঞাপনে ধর্ষণ আরও বাড়বে']

এর পাশাপাশি শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ আরও একটি বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, সাঁইবাবার পুজো করার জন্যই মহারাষ্ট্র জুড়ে খরা চলছে।

English summary
Women's entry in Shani Shingnapur temple will lead to rape : Swaroopanand Saraswati
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X