For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রিপড জিন্স বিতর্ক! দেশজুড়ে গর্জে উঠেছেন মহিলারা

রিপড জিন্স বিতর্ক

Google Oneindia Bengali News

রাজনীতির মতোই হট টপিক মেয়েদের পোশাক। যা বহুযুগ ধরে তথাকথিত সমাজে চর্চার বিষয়। মেয়েরা কি পরবে আর কি পরবে না, কেমন জীবনধারা তাঁদের হওয়া উচিত এই সবকিছুই নির্ধারণ করে দিয়েছে এই সমাজ, যার অগ্রভাগে বসে রয়েছেন পুরুষরা। এবারও তার কোনও ব্যতিক্রম হল না। উত্তরাখণ্ডের নতুন নিয়োজিত মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াতের রিপড জিন্স পরা নিয়ে মন্তব্য দেশজুড়ে আলোড়নের সৃষ্টি করেছে। মহিলারা গর্জে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। আর কতদিন তাঁদের পোশাকের ওপর ভিত্তি করে তাঁদের বিচার করা হবে?‌ মেয়েদের প্রশ্ন সোশ্যাল মিডিয়ায়।

তিরথ সিং রাওয়াতের প্রতিবাদ

তিরথ সিং রাওয়াতের প্রতিবাদ

রাওয়াত জানিয়েছেন যে তিনি মহিলাদের রিপড জিন্স পরা দেখে খুবই অবাক হয়েছেন এবং তিনি প্রশ্ন করেছেন যে তাঁরা তাঁদের শিশু ও সমাজের সামনে কি ধরনের উদাহরণ রাখছেন। মঙ্গলবার এক অনুষ্ঠানে এসে রাওয়াত জানিয়েছেন যে মূল্যবোধের অভাবে তরুণ-তরুণীরা আজব ফ্যাশন ট্রেন্ড অনুসরণ করছে এবং রিপড জিন্স পরে হাঁটু দেখিয়ে তারা নিজেদের বিশাল কিছু ভেবে বসছে। মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন যে তরুণ-তরুণীরা বাজারে রিপড জিন্স কিনতে যায় এবং তা যদি না পায় তবে তারা তাদের জিন্স কাঁচি দিয়ে কেটে ফেলে। এরপর মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে একই বিমানে করে আসা এক মহিলা সহযাত্রীর পোশাকের বর্ণনাও দেন। তিনি বলেন, '‌ওই মহিলা বুট পরেছিলেন, রিপড জিন্স, তাতে হাঁটু দেখা যাচ্ছে এবং বেশ কিছু চুড়ি তাঁর হাতে পরা। ২ জন শিশু তাঁর সঙ্গে সফর করছিল। তিনি একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালান অথচ তিনি ছেঁড়া জিন্স পরে হাঁটু দেখাচ্ছেন। তিনি তাঁর পরবর্তী প্রজন্মকে কি মূল্যবোধ শেখাবেন?‌'‌

 গুল পনাগ ছবি দেন রিপড জিন্স পরে

গুল পনাগ ছবি দেন রিপড জিন্স পরে

রিপড জিন্স ও মহিলাদের পোশাকের প্রতি উত্তরাখণ্ড মুখ্যমন্ত্রীর এরকম মানসিকতায় সোশ্যাল মিডিয়া জুড়ে মহিলাদের প্রতিবাদ শুরু হয়ে যায়। প্রত্যেকেই রিপড জিন্স পরে ছবি পোস্ট করতে শুরু করেন। অভিনেত্রী গুল পনাগ রিপড জিন্স পরে ছবি পোস্ট করে এই প্রতিবাদে সামিল হন। তিনি রিপড জিনস হ্যাশট্যাগও ব্যবহার করেন।

 অঙ্কিতা কোনওয়ার টুইট

অঙ্কিতা কোনওয়ার টুইট

প্রাক্তন বিমান সেবিকা ও অভিনেতা তথা মডেল মিলন্দ সোমনের স্ত্রী অঙ্কিতা কোনওয়ারও এই ট্রেন্ড অনুরণ করে নিজের রিপড জিন্স পরা ছবি পোস্ট করেন। যদিও তিনি জানান যে তিনি শাড়ি পরতেই পছন্দ করেন কিন্তু রিপড জিন্স খারাপও নয়।

 রাজনৈতিকবিদদের প্রতিবাদ

রাজনৈতিকবিদদের প্রতিবাদ

বিরোধী দলের মহিলা নেত্রীরাও টুইটারের এই রিপড জিন্স ট্রেন্ডে সামিল হন। সমাজবাদী পার্টির মুখপাত্র জুহি সিং সালোয়ার কামিজ পরে ছবি দিয়ে রিপড জিন্স বিতর্কের সমালোচনা করেন। তিনি জানান যে, জিন্স হোক বা অন্য কোনও পোশাক, মহিলাদের পোশাকের ওপর নির্ভর করে কেউ তাঁদের বিচার করতে পারেন না।

 দেশের আগে নিজের চিন্তা বদলান

দেশের আগে নিজের চিন্তা বদলান

কংগ্রেসের মিডিয়া প্যানেলিস্ট ঐশ্বর্য মহাদেব তাঁর ও তাঁর বন্ধুদের ছবি পোস্ট করেছেন, যেখানে তাঁরা সকলে রিপড জিন্স পরে রয়েছেন। রাজনীতীবিদ জানিয়েছেন, পোশাক যদি নির্ধারিত সংস্কৃতি এবং চরিত্র হয় তবে ইশ্বর পুরুষদের বিরুদ্ধে জঘন্য অপরাধের অভিযোগ করা হত না। রাজ্য সভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদি রাওয়াতকে অনুরোধ করেছেন যে দেশ পরিবর্তন করার আগে নিজের চিন্তাভাবনা বদলান।

অনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফারঅনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফার

রিপড জিন্স নিয়ে উত্তরাখণ্ড মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য, মান বাঁচাতে ‌আসরে স্ত্রীরিপড জিন্স নিয়ে উত্তরাখণ্ড মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্য, মান বাঁচাতে ‌আসরে স্ত্রী

English summary
‌Women post pictures on social media wearing ripped jeans after controversial remarks by Uttarakhand Chief Minister
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X