For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যৌনসহবাস করলে মহিলাদের ফাঁসি দেওয়া উচিত, বললেন সপা নেতা আবু আজমি

Google Oneindia Bengali News

যৌনসহবাস করলে মহিলাদের ফাঁসি দেওয়া উচিত, বললেন সপা নেতা আবু আজমি
নয়াদিল্লি, ১১ এপ্রিল : দলের সুপ্রিমোকে টেক্কা দিয়ে আরও একধাপ এগিয়ে গেলেন সমাজবাদী পার্টিরই আর এক নেতা আবু আজমি। বললেন, ইসলাম ধর্মে ধর্ষণের সাজা ফাঁসি। কিন্তু এখানে মেয়েদের কোনও সাজা দেওয়া হয় না। শুধু পুরুষরাই সাজা পায়। মহিলাদেরও দোষ থাকে।

মিড-ডে তে প্রকাশিত খবর অনুযায়ী, সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিং যাদবের ধর্ষণ মন্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে, আবু আজমি বলেন, "দলনেতা কী প্রসঙ্গে এই কথা বলেছেন তা জানা নেই। তবে আমার ব্যক্তিগত ধারণা জানতে চাইলে বলব, যদিও ইসলাম ধর্মে ধর্ষণের সাজা ফাঁসি। মহিলারাও ধর্ষণের ঘটনায় দায়ী থাকে কিন্তু তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয় না।"

নিজের বক্তব্যের সপক্ষে আজমির যুক্তি, "ভারতে কোনও ব্যক্তি যদি মহিলার ইচ্ছায় যৌনমিলন করে তাতে কোনও আপত্তি নেই। কিন্তু কোনও মহিলার ইচ্ছার বিরুদ্ধে হলেই ফাঁসি। দুজনের মধ্যে কিছু ভুল হলেই, মহিলা ক্ষুব্ধ হয়ে যদি অভিযোগ জানিয়ে দেন তাহলেই ফাঁসি। ইচ্ছা-অনিচ্ছার জন্য জীবন-মরণ তফাৎ হয়ে যায়।" এর পরেও আবু আজমি যোগ করলেন, "সম্প্রতি এরকম ধরণের অনেক ঘটনা দেখা গিয়েছে, যেখানে, কেউ ছুঁলেও মহিলারা অভিযোগ দায়ের করেন। না ছুঁলেও অভিযোগ দায়ের করেন। এটা এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর ফলে পুরুষদের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। ইচ্ছাতে হোক বা ইচ্ছার বিরুদ্ধে, ধর্ষণের সাজা ইসলাম অনুযায়ী ফাঁসি হওয়া উচিত। আমি আমার ধর্মের বিরুদ্ধে কথা বলতে পারব না।"

ধর্ষিত হলে মহিলাদের সাজা দেওয়া উচিত না, মহিলারা তো অবলা : আবু আজমি

এই সমস্যার সমাধানও বাতলে দিয়েছেন আজমি। সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "বিবাহিত বা অবিবাহিত কোনও মহিলা যদি নিজের ইচ্ছেতে বা অনিচ্ছায় অন্য কোনও পুরুষের সঙ্গে যৌন মিলন করেন , তাহলে সংশ্লিষ্ট পুরুষ ও মহিলা দুজনকে ফাঁসি দেওয়া উচিত। যদি কোনও মহিলা নিজের ইচ্ছাতে কোনও পর পুরুষের সঙ্গে সহবাস করেন তাহলেও ইসলাম মতে ফাঁসি দেওয়া উচিত।

যদিও মুলায়মের মন্তব্য প্রসঙ্গে আজমির জবাব, কোন প্রসঙ্গে মুলায়ম যাদব একথা বলেছেন জানি না। আসলে অনেক সময় নির্দোষ ব্যক্তিদেরও দোষী সাব্যস্ত করা হয়। যোশের বসে ছেলেরা মাঝেমধ্যে এরকম করে ফেলে। কিন্তু আমি ইসলামের বিরোধীতা করব না।

(আরও পড়ুন : ছেলেরা ভুল করে ধর্ষণ করে, তার জন্য ফাঁসি দেওয়া উচিত না : মুলায়ম সিং যাদব)

(আরও পড়ুন : বিতর্কিত 'ধর্ষণ' মন্তব্যের পরও মুলায়মের পাশেই দল)

সহবাস নয়, ধর্ষণ সম্পর্কে কী বলবেন, সাংবাদিকের এই প্রশ্নে আজমির জবাব, ইসলাম ধর্মমতে ধর্ষণের জন্য ফাঁসি হওয়া উচিত। যদি কোনও পুরুষ মহিলাকে ধর্ষণ করে, তাহলে মহিলাদের সাজা দেওয়া উচিত নয়। মহিলারা তো অবলা। গোটা দেশের তার পাশে দাঁড়ানো উচিত। কিন্তু উল্টোদিকে কী হচ্ছে, কিন্তু কোনও দুজন যদি হোটেলে গিয়ে ইচ্ছায় সহবাস করে তাহলে তাদের দুজনকেও সাজা দেওয়া উচিত। তাঁদেরও ফাঁসি দেওয়া উচিত।

যদিও বাবার কথার বিরোধীতা করেছেন ছেলে। ছেলে ফারহান আজমি এবারের লোকসভা নির্বাচনে উত্তর মধ্য মুম্বই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দিতা করছেন। তিনি বলেছেন, আমার মনে হয় একশো বার ধর্ষণকারীদের ফাঁসি হওয়া উচিত। আমার পাঁচ বোন রয়েছে। আমার পরিবারেরও একই মত।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>if wot im reading about my father in laws statements r true then me and Farhan are deeply embarrassed n ashamed...</p>— Ayesha Takia Azmi♡ (@Ayeshatakia) <a href="https://twitter.com/Ayeshatakia/statuses/454538129546833920">April 11, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>We surely do nottt share this mindset...its disrespectful to women.if these statements r true then its sad.</p>— Ayesha Takia Azmi♡ (@Ayeshatakia) <a href="https://twitter.com/Ayeshatakia/statuses/454538362699788288">April 11, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

English summary
Women having sex should be hanged, says SP leader Abu Azmi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X