For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সবরিমালা বদলাবে 'হাওয়া'! সর্বোচ্চ আদালতের নির্দেশের পরেও মোদীর দলের 'বাধা-হুমকি'

গণ আত্মহত্যার হুমকি এবং প্রবল বাধাদান সত্ত্বেও কেরলের সবরীমালা মন্দিরের দরজা সকলের জন্য খুলে দেওয়া হল। বিশেষ করে সব বয়সের মহিলাদের জন্য। এদিকে এই ঘটনার জন্য কেরল জুড়েই উত্তেজনা তুঙ্গে।

  • |
Google Oneindia Bengali News

গণ আত্মহত্যার হুমকি এবং প্রবল বাধাদান সত্ত্বেও কেরলের সবরীমালা মন্দিরের দরজা সকলের জন্য খুলে দেওয়া হল। বিশেষ করে সব বয়সের মহিলাদের জন্য। এদিকে এই ঘটনার জন্য কেরল জুড়েই উত্তেজনা তুঙ্গে। মহিলারাই মহিলাদের ওই মন্দিরে ঢুকতে বাধা দিয়েছেন বলে জানা গিয়েছে।

 সর্বোচ্চ আদালতের রায়ের পরেও মহিলাদের ঢুকতে বাধা মোদীর দলের! ব্যাপক উত্তেজনা সবরিমালায়

গতমাসেই সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে ১০ থেকে ৫০ বছরের মহিলারা এই মন্দিরে ঢোকার অনুমতি পেয়েছিলেন। তবে সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিভিন্ন মহল থেকে ক্ষোভের আওয়াজ শোনা গিয়েছে।

এদিন পুন্যার্থীরা যেমন মন্দিরে যাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, ঠিক তেমনই অন্যদিকে পুলিশও ছিল সতর্ক। বহু বিক্ষোভকারীকে পুলিশ আটক করেছে। এরমধ্যে যেমন পুরোহিতদের পরিবার ছিল, তেমনই ছিল পান্ডালাম রাজপরিবারের সদস্যরাও।

কেরল বিজেপি এই রায়ের বিরুদ্ধে। সেইমতো এদিন তারা বিক্ষোভও দেখায়। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে উদ্দেশ্য করে তারা বলেছে, এই প্রতিবাদ কেরলের মুখকেই বদলে দেবে। কেরল পুলিশ যদি হিন্দু পুণ্যার্থীদের ওপর লাঠি চালায় তাহলে ফল মারাত্নক হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।

সুপ্রিম কোর্টের রায়ের জেরে এদিন মাধবী নামে যে মহিলা মন্দিরে ঢোকার জন্য প্রথম চেষ্টা করেন, তাঁকে ফিরে আসতে বাধ্য করেন বিক্ষোভকারীরা। পুলিশের তরফে অবশ্য বিক্ষোভকারীদের ঠেলে দূরে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় প্রায় ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। মাধবী ও তাঁর পরিবারকে নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়।

English summary
Women forced to return from Sabarimala temple due to protests
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X