For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইন্ডিয়া গেটের সামনে স্লোগান ‘পাকিস্তান জিন্দাবাদ’! রাজধানীতে জঙ্গি হামলা হল নাকি

সাতসকালেই স্লোগান উঠল ‘পাকিস্তান জিন্দাবাদ’। ওয়াঘার ওপারে নয়, স্লোগান এবার এপারেই। খাস রাজধানীর বুকে পাকিস্তানের নামে জয়ধ্বনি শুনে আঁতকে উঠছিলেন অনেকেই।

Google Oneindia Bengali News

সাতসকালেই স্লোগান উঠল 'পাকিস্তান জিন্দাবাদ'। ওয়াঘার ওপারে নয়, স্লোগান এবার এপারেই। খাস রাজধানীর বুকে পাকিস্তানের নামে জয়ধ্বনি শুনে আঁতকে উঠছিলেন অনেকেই। তবে কি ফের জঙ্গি আক্রমণ হল? হইচই পড়ে গিয়েছিল নয়াদিল্লির ইন্ডিয়া গেটের সামনে। রীতিমতো হুলুস্থূল-কাণ্ড। হুলুস্থূল-কাণ্ড রাষ্ট্রপতি ভবন বা সংসদ ভবনের অদূরেই।

ইন্ডিয়া গেটের সামনে হঠাৎ ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান

নয়াদিল্লির ইন্ডিয়া গেট। একেবারেই হাই সিকিউরিটি জোন। সেখানেই কি না রবিবার ছুটির সকালে 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান! তখনও সে অর্থে ভিড় জমেনি ইন্ডিয়া গেটের সামনে। প্রত্যক্ষদর্শীরা জানান, এক মহিলা আচমকাই পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দিতে শুরু করে। ইন্ডিয়া গেটে জুটো ছুঁড়ে মারতে থাকেন মহিলা। মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজধানীর বুকে।

নিরাপত্তারক্ষীরা ছুটে এসে তাঁকে গ্রেফতার করেন। কিন্তু কেন তিনি পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছিলেন। কেনই বা ইন্ডিয়া গেটে জুতো ছুঁড়ে মারছিলেন। পুলিশ তা জানার চেষ্টা করছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সুলতানা খানা। তিনি মানসিক বিকারগ্রস্থ। তাঁর স্বাস্থ্যপরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তারপরই তাঁকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। এর পিছনে কোনও গুঢ় রহস্য রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

English summary
Woman raises the slogan of Pakistan jindabad in front of India Gate of Delhi. She is arrested after that. Police starts investigation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X