For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্নাটক যৌন কেলেঙ্কারি কাণ্ড, সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে সুরক্ষার আর্জি আক্রান্ত মহিলার

কর্নাটক যৌন কেলেঙ্কারি কাণ্ড, সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে সুরক্ষার আর্জি আক্রান্ত মহিলার

Google Oneindia Bengali News

যৌন কেলেঙ্কারির ভাইরাল ভিডিও আপাতত কর্ণাটকের রাজনীতিতে জোর চর্চায়। এই যৌন কেলেঙ্কারির ভিডিও সামনে আসতেই মন্ত্রিত্ব খুইয়েছেন জলসম্পদ মন্ত্রী রমেশ জারকিহলি। শনিবার বেঙ্গালুরু পুলিশের কাছে তিনি এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র ও ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ দায়ের করেছেন।

ভিডিওতে মহিলার আর্জি

ভিডিওতে মহিলার আর্জি

বিজেপি নেতার অভিযোগের একঘণ্টা পরেই ওই মহিলার ভিডিও ক্লিপিং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যেখানে তিনি কর্নাটক সরকারকে তাঁকে সুরক্ষা দেওয়ার জন্য আর্জি জানিয়েছেন। ওই ভিডিও সিডি করেও রাখা আছে বলে জানান ওই মহিলা। প্রসঙ্গত, ২ মার্চ যৌন কেলেঙ্কারির ভিডিও প্রকাশ্যে আসার পর এই প্রথমবার ওই মহিলা সামনে এলেন। ৩৪ সেকেন্ডের ওই ভিডিওতে মহিলা কন্নড় ভাষায় জানান যে এই ভিডিও বার্তা কর্নাটকের স্বরাষ্ট্র মন্ত্রক বাসবরাজ বোম্মাইয়ের জন্য। তিনি বলেন, '‌আমি জানি না কীভাবে এবং এই ভিডিওটি দেখার পর কি হবে। এই ভিডিও প্রকাশের পর আমার ভদ্রতা ক্ষোভে পরিণত হবে কারণ আমার পরিবারের সম্মান চিরতরে নষ্ট হবে। বহু মানুষ আসবে এবং আমাকে আর আমার পরিবারকে এ বিষয়ে প্রশ্ন করবে। আমরা সে দিকে তাকিয়ে রয়েছি।'‌ ওই মহিলা আরও দাবি করেন যে তাঁদের পক্ষ থেকে সিডিটি প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে এবং তাঁর তরফ থেকে নয়।

আত্মহত্যার চেষ্টা মহিলার

আত্মহত্যার চেষ্টা মহিলার

‌ওই মহিলা বলেন, '‌ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকে, আমি নিজের জীবন শেষ করে দিতে চেয়েছি কমপক্ষে তিন বা চারবার, আমার পরিবারও একই কাজ করার চেষ্টা করেছে কমপক্ষে ২ বার।'‌ তিনি আরও বলেন, '‌কেউ নেই আমাদের পরিবারকে সুরক্ষা দেওয়ার মতো। আমরা কোনও রাজনৈতিক সমর্থনও পাইনি। রমেশ জারকিহলি, যিনি আমায় চাকরির প্রলোভন দেয় এবং সেই ভিডিও তাদের তরফ থেকে প্রকাশ্যে এসেছে। আমি জানি না সেই ভিডিও কীভাবে রেকর্ড করা হয়েছে।' ওই মহিলা আরও বলেন, '‌আমার কোনও সুরক্ষা নেই। আমি তাই আপনাকে (‌বোম্মাই)‌ আমায় সুরক্ষা দেওয়ার জন্য বলছি।'‌ ওই মহিলা এটা নিয়ে খুবই চিন্তিত রয়েছেন এ কীভাবে ওই ভিডিওটি রেকর্ড করা হয়েছে। ভিডিওর উৎস ও সত্যতা এখনও যাচাই করা হয়নি।

 স্বরাষ্ট্র মন্ত্রীর দ্বারস্থ জারকিহলি

স্বরাষ্ট্র মন্ত্রীর দ্বারস্থ জারকিহলি

ওই মহিলার ভিডিও মেসেজের পরই জারকিহলি তৎক্ষণাত বোম্মাইয়ের বাসভবনে যান এবং মহিলার তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করছে যে তাঁর ভাবমূর্তি কোনও রাজনৈতি প্রতিদ্বন্দ্বী নষ্ট করতে চাইছে বলে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী। তিনি বলেন, '‌আমি নিরাপরাধ, সে সম্পর্কে আমি নিশ্চিত। এটা ভুয়ো সিডি। আমি এর মুখোমুখি দাঁড়াবো। ওই মহিলাকে আমনা সামনি আসতে দেওয়া হোক এবং অভিযোগ জানাক।'‌ তিনি এও জানিয়েছেন যে শুধুমাত্র বোকারাই নিজেদের সম্মানের বিনিময়ে এ ধরনের ভিডিও প্রকাশ্যে আনতে পারেন। প্রাক্তন মন্ত্রী এও বলেন, '‌আমার অভিযোগ করার একঘণ্টার মধ্যে ওই মহিলা আরও একটি ভিডিও প্রকাশ্যে এনেছেন। এটা যে রাজনৈতিক ষড়যন্ত্র তা খুব স্পষ্ট। আমার বিরুদ্ধে বড়সড় ষড়যন্ত্রের অংশ এটা।'‌

 স্বরাষ্ট্র মন্ত্রীর প্রতিক্রিয়া

স্বরাষ্ট্র মন্ত্রীর প্রতিক্রিয়া

মহিলার দাবি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বোম্মাই জানান যে তিনি এখনও ভিডিওটি দেখেননি। তিনি বলেন, '‌এ ধরনের ভিডিওর ব্যাপারে আমি সংবাদমাধ্যমের থেকে জানতে পারলাম। আক্রান্তের পরিবারকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। আমি সিটের প্রধানকে ওই পরিবারকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছি। সমস্ত সম্ভাব্য দিক থেকে এই ঘটনাটি খতিয়ে দেখছে সিট।'‌ ‌

বিতর্কিত যৌন কেলেঙ্কারির ভিডিও

বিতর্কিত যৌন কেলেঙ্কারির ভিডিও

প্রসঙ্গত, এক তরুণীকে সরকারি চাকরি দেওয়ার নামে যৌনতার প্রস্তাব রাখতে দেখা যায় মন্ত্রীকে ওই ভিডিওতে। মঙ্গলবার সেই ভিডিও ও অডিও ক্লিপ সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যায়। অভিযোগ অস্বীকার করলেও শেষ পর্যন্ত পদত্যাগ করেন মন্ত্রী। এই ঘটনার কোনও সত্যতা বিচার না করেই কীভাবে বিভিন্ন মিডিয়া হাউস ওই বিতর্কিত ফুটেজ চালিয়েছে তা নিয়েও প্রশ্ন তোলা হয়। ৬৮টি মিডিয়া হাউসের কাছে জবাবদিহি চেয়েছে বেঙ্গালুরুর একটি আদালত। আপাতত সংবাদমাধ্যমে এই ভিডিও সম্প্রচারের ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি হয়েছে।

'যন্ত্রণা'র কথা জানালেন জননেত্রী, হুইলচেয়ারে মিছিলের আগে বড় বার্তা দিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায় 'যন্ত্রণা'র কথা জানালেন জননেত্রী, হুইলচেয়ারে মিছিলের আগে বড় বার্তা দিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

English summary
Karnataka sex scandal victim seeks protection on social media via video
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X