For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছত্তিশগড়ে গুলিযুদ্ধ! প্রাণ গেল মহিলা মাওবাদীর

আধাসামরিক বাহিনীর জওয়ানদের সঙ্গে লড়াইয়ে প্রাণ গেল এক মহিলা মাওবাদীর। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের সুকমায়।

  • |
Google Oneindia Bengali News

আধাসামরিক বাহিনীর জওয়ানদের সঙ্গে লড়াইয়ে প্রাণ গেল এক মহিলা মাওবাদীর। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের সুকমায়।

ফুলবাগদি থানা এলাকার বুর্ধাপাড়া গুলি যুদ্ধ হয়। মাওবাদী দমনে অভিযান চালাচ্ছিলেন আধা সামরিক বাহিনীর জওয়ানরা। জানিয়েছেন মাওবাদী বিরোধী অপারেশনের ডিআইজি সুন্দররাজ পি।

 ছত্তিশগড়ে গুলিযুদ্ধ! প্রাণ গেল মহিলা মাওবাদীর

ছত্তিশগড়ের এসটিএফ এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের সদস্যরা বুর্ধাপাড়ার কাছে ফরেন্টে হানা দেয়। সেই সময় জবাব দেয় মাওবাদীরাও। ঘটনাস্থল রাজধানী রায়পুর থেকে প্রায় ৫০০ কিমি দূরে।
বেশ কিছুক্ষণ গুলি চলার পর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় মাওবাদীরা। জানিয়েছেন ডিআইজি।
মহিলা মাওবাদীকে হেমলা আয়াথি বলে শনাক্ত করা গিয়েছে। ওই মাওবাদী বাদেসেট্টি লোকাল অর্গানাইজেশন স্কোয়াডের সদস্য বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে ওই মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে। এলাকা জুড়ে তল্লাশি চালাচ্ছে আধা সামরিক বাহিনীর জওয়ানরা।

এর আগে সোমবার অপর এক মাওবাদীর মৃত্যু হয়েছিল। সুকমার ফুলবাগদি এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছিল। যাকে চিঙ্গা বলে শনাক্ত করা গিয়েছে। সে কেরলাপাল এরিয়া কমিটির ডেপুটি কমান্ডার ছিল বলে জানা গিয়েছে।

English summary
Woman Maoist gunned down in encounter with Paramilitary jawans in Chhattisgarh’s Sukma
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X