For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারাদিনে স্রেফ এক কাপ চা! অর্ধেক জীবন কেটে গেল ‘চায়ে ওয়ালে চাচি’র, এ কাহিনি বিস্ময়ের

এক পা চা-এ বাঁধা রয়েছে জীবন। এক-আধ দিন নয়, তিরিশ বছরেরও বেশি সময় ধরে স্রেফ চা খেয়েই বেঁচে আছেন মহিলা। শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি!

Google Oneindia Bengali News

এক পা চা-এ বাঁধা রয়েছে জীবন। এক-আধ দিন নয়, তিরিশ বছরেরও বেশি সময় ধরে স্রেফ চা খেয়েই বেঁচে আছেন মহিলা। শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি! শুধু চায়ের উপর নির্ভর করেই তিন দশক বেঁচে রয়েছেন ছত্তিশগড়ের এক মহিলা। সেই ১১ বছর বয়স থেকে শুরু, এখন ৪১ পেরিয়েও তিনি তরতাজা।

সারাদিনে স্রেফ এক কাপ চা খেয়েই জীবন কেটে গেল মহিলার

ছত্তিশগড়ে কোরিয়া জেলার বারাদিয়া গ্রামের পিল্লি দেবী। 'চায়ে ওয়ালি চাচি' নামেই তিনি পরিচিত। তিনি কীভাবে বেঁচে রয়েছেন শুধু চা খেয়ে, তা জানিয়েছেন পিল্লি দেবীর বাবা রতি রাম। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় থেকেই তিনি সব খাবার ছেড়ে দিয়েছিলেন। তখন তাঁর বয়স মাত্র ১১।

পিল্লি তখনই ঠিক করেন, চা ছাড়া অন্য কোনও খাবার খাবেন না তিনি। কিন্তু কেন এমন সিদ্ধান্ত হঠাৎ। সেই সময় একবার জেলাস্তরের এক ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দিতে গিয়েছিলেন পিল্লি। সেখানে থেকে ফিরেই পিল্লি ঠিক করেন আর কোনও খাবার তিনি খাবেন না। এমনকী জলও নয়।

সারাদিনে স্রেফ এক কাপ চা খেয়েই জীবন কেটে গেল মহিলার

রতি রাম মেয়ের এই 'কীর্তি' প্রসঙ্গে জানান, প্রথম দিকে একটু অসুবিধা হত। তাই বিস্কুট, রুটি, দুধ খেত অল্প করে। তারপর কালো চা খেতে শুরু করল পিল্লি। সন্ধ্যায় সূর্য ডোবার পর শুধু একবার কিছু খেতে শুরু করে। তারপর বাকিদিন শুধু চা। কোনও রোগ নেই, জ্বালা নেই।

কিন্তু কী করে এই স্রেফ চা খেয়ে বেঁচে থাকা সম্ভব? জেলা হাসপাতালের সুপার এস কে গুপ্তা সংবাদমাধ্যমে জানান এটি একটি অদ্ভুত ঘটনা। শুধু চা খেয়ে কারও বেঁচে থাকা অসম্ভব। সেই অসম্ভবকেই সম্ভব করে তুলছেন এই মহিলা।

English summary
Woman is surviving to take only tea over 30 year at Chhattishgarh. She don’t eat any food from age of 11.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X