For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি শাসিত রাজ্যে মহিলা আইএএস অফিসারকে যৌনহেনস্থার অভিযোগ

মহিলা আইএএস অফিসারকে যৌন হেনস্থার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপি শাসিত হরিয়ানা প্রশাসনের অন্দরমহলে।

  • |
Google Oneindia Bengali News

মহিলা আইএএস অফিসারকে যৌন হেনস্থার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপি শাসিত হরিয়ানা প্রশাসনের অন্দরমহলে। অভিযোগের তির, একজন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি পদস্থ অফিসারের বিরুদ্ধে। শুধু যৌন হেনস্থাই নয়, মহিলা অফিসারের দাবি, তাঁকে ওই পদস্থ কর্তা ক্রমাগত হুমকিও দিয়ে চলেছেন। যদিও অভিযুক্ত পদস্থ আইএএস অফিসার তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

বিজেপি শাসিত রাজ্যে মহিলা আইএএস অফিসারকে যৌনহেনস্থার অভিযোগ

যৌনহেনস্থার ঘটনা তুলে ধরে ৩৬ বছয় বয়সী হরিয়ানার ওই মহিলা আইএএস অফিসার ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তাঁর অভিযোগ ছিল পদস্থ অ্যাডিশনাল চিফ সেক্রেটারি পদস্থ অফিসারের বিরুদ্ধে। অভিযোগে মহিলা অফিসার জানান, তাঁর পদস্থ কর্তা তাঁর সঙ্গে এমন ভঙ্গিমায় কথা বার্তা বলতেন, যার দুরকমের মানে হয়। বেশ কিছু ইঙ্গিতবহ শব্দও ওই মহিলা অফিসারকে লক্ষ্য করে বলেছেন পদস্থ কর্তা। মহিলা অফিসার তাঁর ফেসবুক পোস্ট-এ জানান, তাঁকে নববধূর মতো করে সমস্ত জিনিস বুঝিয়ে দেওয়া হবে, যে কাজ করবেন ওই পদস্থ অফিসার। মহিলা অফিসারের দাবি, পদস্থ কর্তার ব্যবহার তাঁর মোটেও ঠিক বলে মনে হয়নি।

মহিলা অফিসারের দাবি, তাঁকে পদস্থ অফিসারের ঘরে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসা করা হয় তিনি কী ধরনের কাজ করতে চান? মহিলা অফিসারকে 'টাইম পাস' করার কাজের প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ। পাশাপাশি,অভিযোগ দায়ের করতে তাঁকে বারণ করা হয়। এজন্য তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি মহিলা আইএএস অফিসারের। একবার ওই পদস্থ অফিসার মহিলাকে নিজের ঘরে ডেকে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ। শুধু তাই নয়, কাজের নামে মহিলাকে সন্ধ্যে ৭:৩০ পর্যন্ত অফিসে আটকে রাখারও অভিযোগ রয়েছে পদস্থ কর্তার বিরুদ্ধে। যদিও, পদস্থ অফিসারের দাবি তাঁর ভাবমূর্তী ক্ষুন্ন করতেই মহিলা আইএএস অফিসার এমন অভিযোগ করছেন।

English summary
Woman IAS officer accuses her senior of sexual harassment.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X