For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজেকে মৃত বানিয়ে কোটি টাকা আত্মসাৎ মহিলার, কীভাবে হল রহস্যফাঁস

বেসরকারি ইনস্যুরেন্স কোম্পানিকে ১ কোটি টাকা প্রতারণার জন্য বছর ৩৫-এর এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।

  • |
Google Oneindia Bengali News

বেসরকারি ইনস্যুরেন্স কোম্পানিকে ১ কোটি টাকা প্রতারণার জন্য বছর ৩৫-এর এক মহিলাকে গ্রেফতার করেছে হায়দরাবাদ পুলিশ। স্বামীর সঙ্গে ফন্দি এঁটে এই কাণ্ড করেছেন মহিলা, অভিযোগ পুলিশের।

নিজেকে মৃত বানিয়ে কোটি টাকা আত্মসাৎ মহিলার, কীভাবে হল রহস্যফাঁস

বেসরকারি কোম্পানির অ্যালার্ট আধিকারিকরাই জানতে পারেন, মহিলা বেঁচে রয়েছেন এবং মারা যাওয়ার মিথ্যা খবর রটিয়েছেন। মহিলার স্বামী সঈদ শাকিল আলম একজন রিয়েল এস্টেট এজেন্ট যিনি স্ত্রীর মারা যাওয়ার মিথ্যা নথি বেসরকারি ইনস্যুরেন্স কোম্পানিতে জমা করেছেন।

গত জুন মাসে আলম স্ত্রীর মারা যাওয়ার নথি জমা করেন। ২০১২ সালে তারা এই পলিসি করেছিলেন। বছরে ১১,৮০০ টাকা জমাও করতেন। তবে তা তোলার চেষ্টা করতে গিয়ে দুজনের কীর্তি ফাঁস হয়ে গিয়েছে।

আলম ইনস্যুরেন্স কোম্পানিতে জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর সতরী মারা গিয়েছেন। পরে ভেরিফিকেশনের সময় দেখা যায় সব নথিই জাল। মহিলা বেঁচে রয়েছেন। এই ঘটনার পরই সংস্থার তরফে পুলিশে যোগাযোগ করা হয়। তারপরে গত সেপ্টেম্বরে মামলা দায়ের হয়েছে।

English summary
Woman held after she declares herself 'dead' to claim insurance money
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X