For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'দূষণ' ঘিরে স্বামীর বিরুদ্ধে ডিভোর্স-এর মামলা স্ত্রীর! আসল ঘটনা কী জানেন

বিবাহ বিচ্ছেদের মামলা শব্দ দূষণের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে। ঘটনা বিহারের বৈশালী এলাকার।

  • |
Google Oneindia Bengali News

এপর্যন্ত এদেশে বহু ঘটনা নিয়ে স্বামী স্ত্রীর মদ্যে মনোমালিন্য বিবাদ দেখা গিয়েছে। যা থেকে অনেক সমস্যার উৎপত্তি , আর সেই সমস্যা ঘিরে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত গড়িয়েছে। এবার বিবাহ বিচ্ছেদের মামলা শব্দ দূষণের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে। ঘটনা বিহারের বৈশালী এলাকার।

দূষণ ঘিরে স্বামীর বিরুদ্ধে ডিভোর্স-এর মামলা স্ত্রীর! আসল ঘটনা কী জানেন

বৈশালীর বাসিন্দা স্নেহা সিং এলাকায় লাউড স্পিকার নিয়ে বহুদিন ধরেই আপত্তি জানান। তাঁর অভিযোগ, এলাকার কিছু সমাজবিরোধী বহুদিন ধরেই তাঁর বাড়ির পাশে উচ্চস্বরে গান বাজায়। আর তা চলে ধর্মের নামে। এ নিয়ে অভিযোগ ঘিরে বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েও লাভের লাভ কিছু হয়নি স্নেহার। শেষে তাঁর স্বামী রাকেশও এই সমস্যার সমাধান করতে না পারায় , স্বমাীর বিরুদ্ধেই ডিভোর্সের মামলা দায়ের করেছেন স্নেহা।

শুধু তাই নয়, শব্দদূষণ নিয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চিঠি লিখে সমস্ত কথা জানান স্নেহা।

উল্লেখ্য, স্নেহার স্বামী রাকেশ বর্তমানে শারীরিক প্রতিবন্ধী। এককালের নামী ব্যাটমিন্টন খেলওয়াড় রাকেশ , তাঁকে এই ঘটনায় স্বামী হিসাবে নিরাপত্তা দিতে পারছেন না বলে অভিযোগ স্নেহার। আর সেজন্যি ডিভোর্সের মামলা দায়ের করেছেন বলেও জানিয়েছেন মহিলা। এককালে প্রেম ও তারপর বিয়ে হয় স্নেহার। সেখান থেকে এইরকম এক কারণে স্নেহার ডিভোর্সের মামলা ঘিরে উঠছে নানা প্রশ্ন। এক্ষেত্রে প্রেম তথা সংবেদনশীলতার প্রসঙ্গও বার বার উঠে আসছে।

English summary
Woman demands divorce from husband on pollution issue in Bihar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X