
নয়াদিল্লিতে পাথর দিয়ে থেঁতলে খুন মহিলা
নয়াদিল্লি, ৩১ জানুয়ারি : নয়াদিল্লির মঙ্গলপুরি এলাকার এক মহিলাকে পাথর দিয়ে থেঁথলে হত্যা করা হল। মৃতার দেহ উদ্ধার হয়েছে স্থানীয় এক পার্ক থেকে।[আচমকা সিঁড়ি থেকে ২ বছরের সন্তানকে ছুঁড়ে দিলেন মা, চাঞ্চল্য সিসিটিভি ফুটেজে]
জানা গিয়েছে মৃতা আরতির একমাস আগেই বিয়ে হয়। ৩০ বছরের আরতির মৃতদেহ পাওয়া যায়, গতকাল রাত ৮ঃ৩০ নাগাদ। ঘটনায় খুনের মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত আরতির স্বামী এখনও অধরা।[মাদাম তুসো মিউজিয়াম এবার ভারতে, কিন্তু কোথায় ?]

পুলিশ সূত্রে জানানো হয়েছে, ফোনে এক ব্যক্তি নিজেকে আরতির স্বামী পরিচয় দিয়ে তাঁদের ফোন করেন। সে জানায়, তিনিই আরতিকে খুন করেন। সে আরও জানায় খুনের পর আরতির দেহ পার্কে ফেলে রেখে এসেছে সে।[ফের পুণেতে খুন মহিলা তথ্যপ্রযুক্তি কর্মী]
এই ফোন পাওয়ার পরেই তড়িঘডি ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। খবর দেওয়া হয় আরতির পরিবারকে। আরতির স্বামীর সন্ধানের চলছে তল্লশি। স্থানীয়দের জিজ্ঞসাবাদের পাশাপাশি, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।[হিন্দি সিনেমা 'দৃশ্যম' দেখে একই কায়দায় এক ব্যক্তিকে খুন বাবা-ছেলের]