মশা মারতে ব্যর্থ, স্বামীকে ধরে পেটাল স্ত্রী
স্বামী মশাদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। তার জন্য স্ত্রী স্বামীকে বেধড়ক পেটাল। সঙ্গী হল মেয়েও। কাপড় কাচার কাঠের ব্যাট দিয়ে মারা হয় ওই ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে গুজরাটের নারোদাতে। জানা গিয়েছে, ঘুমের সময় ওই মহিলাকে মশা কামড়ায়, সেই রাগ গিয়ে পড়ে স্বামীর ওপর।

আক্রান্ত ব্যক্তির নাম ভুপেন্দ্র লেউভা। তিনি সঞ্জয়পার্ক সোসাইটিতে স্ত্রী সঙ্গীতা ও ২০ বছরের মেয়ে শীতলের সঙ্গে থাকেন। নারোদা পুলিশ থানায় তিনি এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন। জানা গিয়েছে, বেশ কিছু মাস ধরে তিনি আর্থিক অনটনে রয়েছেন। সংসার চালানোর জন্য তিনি গাড়ির এলইডি আলো বিক্রি করে দেন। আর্থিক পরিস্থিতি ঠিক না হওয়ায় তিনি ইলেকট্রিক বিলও শেষ দু’মাস দিতে পারেননি। তার জন্য বাড়িতে আলোর লাইন কেটে দেওয়া হয়। মঙ্গলবার রাতে সঙ্গীতা এবং শীতল ঘুমোতে যায়। ওইদিন ভোররাতে সঙ্গীতা তাঁর স্বামীকে অভিযোগ জানিয়ে বলে যে তাকে মশা কামড়াচ্ছে। বাড়িতে ইলেকট্রিসিটি না থাকায় সে পাখাও চালাতে পারছিল না। ভূপেন্দ্র তাঁর স্ত্রীকে তাঁর সঙ্গে বিছানায় শুতে বলেন। স্বামীর প্রস্তাব শুনে সঙ্গীতা রেগে যান এবং রান্নাঘরে গিয়ে হামনদিস্তা নিয়ে আসেন। এরপর ভূপেন্দ্রকে বিছানা থেকে নীচে ফেলে মাথায় হামানদিস্তা দিয়ে আঘাত করে। কিছুক্ষণের মধ্যে শীতল এসেও লন্ড্রি ব্যাট দিয়ে বাবাকে মারতে শুরু করে। ভূপেন্দ্র ব্যাথায় কেঁদে ওঠেন। তাঁর কান্না শুনে প্রতিবেশীরা তাঁদের বাড়ি আসে। প্রতিবেশীদের মধ্যে একজন ভূপেন্দ্ররের ছোট ভাই মহেন্দ্রকে খবর দেয়। মহেন্দ্র এসে দাদাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান। তাঁর ডান চোখের ওপরে ছ’টি সেলাই পড়েছে। পুলিশ শীতল ও সঙ্গীতার নামে মারধরের অভিযোগ দাযের করেছে।
স্ত্রী বাড়ি নেই, তাই ছাত্রীকেই মাঝরাতে রান্না করতে ডাকলেন অধ্যাপক