For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডাক্তারি পরীক্ষায় ভর্তি হতে না পারায় স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারল স্বামী

এমবিবিএস-এ আসন না পাওয়ায় চরমতম শাস্তি পেলেন এক মহিলা। স্বামীর হাতে জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

এমবিবিএস-এ আসন না পাওয়ায় চরমতম শাস্তি পেলেন এক মহিলা। স্বামীর হাতে জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন তিনি। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের এলবি নগরে গত শনিবার রাতে। নিহত মহিলার বয়স ২৪ বছর বলে জানা গিয়েছে।

ডাক্তারি পরীক্ষায় ভর্তি হতে না পারায় স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারল স্বামী

পুলিশ সূত্রে খবর, নিহতের নাম হরিকা। তিনি খাম্মাম জেলার বাসিন্দা ছিলেন। নিজের তুতো দাদা ঋষি কুমারের সঙ্গে বিয়ের পর থেকে তিনি এলবি নগরের রকটাউন কলোনিতে থাকতেন। বিয়ের সময়ে নিজেকে আইটি কর্মী বলে পরিচয় দিয়েছিলেন তিনি।

স্ত্রীকে চিকিৎসক বানাবেন বলে চেষ্টার কোনও কসুর করেননি অভিযুক্ত ব্যক্তি। নিজে টিউশন ক্লাসে দিয়ে আসতেন। তবে এমবিবিএসে ভর্তি হতে না পারায় রাগে-দুঃখে উন্মাদ হয়ে ওঠেন ঋষি। তারপরই স্ত্রীকে গায়ে আগুন লাগিয়ে মেরে ফেলেন অভিযুক্ত।

প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে, বিয়ের সময় মেয়েটির বাড়ি থেকে ২ একর জমি ও ১০ লক্ষ টাকা পণ নেয় ঋষির পরিবার। তারপরও পণের দাবিতে নিয়মিত অত্যাচার চলত বলে অভিযোগ।

পুলিশ সমস্ত অভিযোগ শুনে ও পরিস্থিতি খতিয়ে দেখে অভিযুক্ত ঋষি কুমার ও তার পরিবারের লোকেদের বিরুদ্ধে খুন ও পণের দাবিতে মৃত্যুর ধারা যোগ করে মামলা করেছে। অভিযুক্তদের গ্রেফতারও করা হয়েছে।

English summary
Woman in Andhra Pradesh murdered by husband for not getting seat in MBBS
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X