For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বুয়া-ভাতিজার জোট! বিজেপি-র ঝুলিতে মাত্র ১৮ আসন, বলছে ইন্ডিয়া টুডের সমীক্ষা

আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বড় ধাক্কা খেতে চলেছে বিজেপি। ইন্ডিয়া টুডে-কার্ভি ইনসাইটের সমীক্ষায় এমনটাই উঠটে এসেছে।

  • |
Google Oneindia Bengali News

আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বড় ধাক্কা খেতে চলেছে বিজেপি। ইন্ডিয়া টুডে-কার্ভি ইনসাইটের সমীক্ষায় এমনটাই উঠে এসেছে। যদি এই সময়েই নির্বাচন হয় তাহলে ৮০ আসনের মধ্যে বিজেপি ও আপনা দল পেতে পারে মাত্র ১৮ টি আসন। যা ২০১৪-র থেকে ৫৩ টি আসন কম।

বুয়া-ভাতিজার জোট! জোর ধাক্কা বিজেপির পালে, বলছে ইন্ডিয়া টুডের সমীক্ষা

২০১৪ সালে উত্তর প্রদেশে ৮০ টি আসনের মধ্যে বিজেপি একাই দখল করেছিল ৭১ টি আসন। সহযোগী আপনা দল পেয়েছিল দুটি। সব মিলিয়ে এনডিএ জোট
পেয়েছিল ৭৩ টি আসন।

২০১৯-এ ফল উল্টে যেতে পারে
২০১৯-এর নির্বাচনে এই ফল পুরো উল্টে যেতে পারে। এমনটাই জানাচ্ছে ইন্ডিয়া টুডে-কার্ভি ইনসাইটের মুড অফ দ্য নেশন পোল।

বুয়া-ভাতিজার জোট! জোর ধাক্কা বিজেপির পালে, বলছে ইন্ডিয়া টুডের সমীক্ষা

তবে সমীক্ষা করা ইন্ডিয়া টুডে-কার্ভি ইনসাইটের মুড অফ দ্য নেশন পোলের তরফ থেকে বলা হয়েছে, পুরোটাই বলা হচ্ছে উত্তর প্রদেশের বর্তমান পরিস্থিতির
অপর নির্ভর করে। অখিলেশ আর মায়াবতী কংগ্রেসকে বাইরে রেখেই জোট ঘোষণা করে দিয়েছেন। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, কংগ্রেস নির্বাচন একাই লড়াই করতে পারে।

যদিও ইন্ডিয়া টুডে-কার্ভি ইনসাইটের মুড অফ দ্য নেশন পোলের সমীক্ষায় দেখা গিয়েছে, কংগ্রেস যদি এসপি-বিএসপি জোটে থাকে, তাহলে উত্তর প্রদেশে
বড় ধাক্কা খেতে পারে বিজেপি।

২৫ বছর আগেও যখন বহুজন সমাজ পার্টি ও সমাজবাদী পার্টি একে অপরের হাত ধরেছিল তখন প্রবল বেগে দৌড়চ্ছিল বিজেপি-র জয়রথ। কিন্তু, ১৯৯৩ সালের বিধানসভানির্বাচনে বিজেপি-র সেই বিজয়রথ আটকে গিয়েছিল বিএসপি-সপা জোটের কাছে। সে সময় বিএসপি-র সুপ্রিমো কাঁশিরাম। আর সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব।

১৯৯৩ সালে উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনে মুলায়মের সমাজবাদী পার্টির সঙ্গে হাত মেলায় কাঁশীরামের বিএসপি। আর মুলায়ম-কাঁশীরামের জোটের কাছে হার হয় বিজেপি-র। সবচেয়ে বড় কথা বাবড়ি মসজিদের মতো ইস্যু থাকার সত্ত্বেও সেই ভোটে কল্যাণ সিং-এর নেতৃত্বে বিজেপি-র হার হয়।

[আরও পড়ুন:বুয়া-ভাতিজা-রাহুলের সম্ভাব্য জোট! যোগী রাজ্যে উল্টে যেতে পারে ফল, বলছে সমীক্ষা][আরও পড়ুন:বুয়া-ভাতিজা-রাহুলের সম্ভাব্য জোট! যোগী রাজ্যে উল্টে যেতে পারে ফল, বলছে সমীক্ষা]

English summary
Without Congress, SP-BSP will bring BJP+ down to 18 seats in Uttar Pradesh says Mood of the Nation poll
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X