For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের একবার সক্রিয় হবে মৌসুমী বায়ু! কবে থেকে দেশে বর্ষা বিদায় শুরু, জানাল আবহাওয়া দফতর

ফের একবার সক্রিয় হবে মৌসুমী বায়ু! কবে থেকে দেশে বর্ষা বিদায় শুরু, জানাল আবহাওয়া দফতর

  • |
Google Oneindia Bengali News

দেশে বর্ষা চলছে তার নির্দিষ্ট গতিতে। আবহাওয়া দফতরের পূর্বাভাস ১৭ সেপ্টেম্বরের পর দেশের বড় অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ফের একবার সক্রিয় হবে। একইসঙ্গে একইসময়ে বর্ষাকালের বিদায় নেওয়ার পালাটাও শুরু হয়ে যাবে। যা শুরু হবে দেশের উত্তর পশ্চিমাংশ থেকে।

মধ্য ও পশ্চিম ভারতে বৃষ্টি কমবে

মধ্য ও পশ্চিম ভারতে বৃষ্টি কমবে

আইএমডির ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, এইমাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ মধ্য ও পশ্চিম ভারতে বৃষ্টি কমবে। এছাড়াও ১৭ সেপ্টেম্বর নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। যার জেরে মধ্যভারতে বৃষ্টি বাড়বে। আর এই পরিস্থিতি সেপ্টেম্বরের বৃষ্টিতে স্বাভাবিক জায়গায় নিয়ে যাবে।

মৌসুমী বায়ু সক্রিয়

মৌসুমী বায়ু সক্রিয়

বর্তমান সপ্তাহের নিরিখে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে দেশের দক্ষিণাংশ, মহারাষ্ট্র এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে। সমুদ্রের ওপরের অংশের তাপমাত্রা আরও ঠাণ্ডা হবে। ফলে মাসের দ্বিতীয় অর্ধে বর্ষা বজায় থাকবে।

দেশে বর্ষা বিদায় শুরু ১৭ সেপ্টেম্বর থেকে

দেশে বর্ষা বিদায় শুরু ১৭ সেপ্টেম্বর থেকে

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এবারের বর্শা বিদায় শুরু হতে চলেছে ১৭ সেপ্টেম্বর থেকে। পশ্চিম রাজস্থান থেকে বর্ষাবিদায় শুরু হবে। দেষে বর্ষাকালের বিদায় নেওয়া নির্দিষ্ট সময়েই শুরু হতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কিন্তু দেশের অন্য অংশ থেকে বর্ষায় বিদায়ের তারিখ এখনই জানাতে পারছে না আবহাওয়া দফতর।

 দেশে নতুন ১০ টি ডপলার রেডার ২০২১ সাল থেকে

দেশে নতুন ১০ টি ডপলার রেডার ২০২১ সাল থেকে

দেশে নেটওয়ার্ক ডপলার রেডারগুলির উন্নতি করা হচ্ছে। চেন্নাই, কুন্নুর বিমানবন্দর, মুম্বইয়ে উত্তরখণ্ডের মুক্তেশ্বরে নতুন ডপলার রেডার বসানো হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

১৯২৬-র পর রেকর্ড বৃষ্টি অগাস্টেই! নেপথ্যে ৫ নিম্নচাপ, জানাচ্ছে হাওয়া অফিস ১৯২৬-র পর রেকর্ড বৃষ্টি অগাস্টেই! নেপথ্যে ৫ নিম্নচাপ, জানাচ্ছে হাওয়া অফিস

English summary
Withdrawal of monsoon in the country will commences from western Rajasthan by Sep 17
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X