For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জামাই বাবাজির 'জামাই আদর' বন্ধে উদ্যোগী কেন্দ্র

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কক
নয়াদিল্লি, ৯ ডিসেম্বর: যতদিন ইউপিএ ক্ষমতায় ছিল, ততদিন দেশের বিমানবন্দরগুলিতে 'জামাই আদর' পেয়েছেন সোনিয়া গান্ধীর জামাই রবার্ট ভদরা। এ বার বুঝি সেই খাতির বন্ধ হতে চলল! রবার্ট ভদরাকেও আর পাঁচজনের মতো লাইনে দাঁড়াতে হবে, তাঁরও শরীর তল্লাশি করা হবে। এই মর্মে অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি পাঠাল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।

নিয়মানুযায়ী, সাংবিধানিক পদে আসীন যেমন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের বিচারপতি, কেন্দ্রীয় মন্ত্রী প্রমুখরা দেশের বিমানবন্দরগুলিতে বিশেষ সুবিধা ভোগ করেন। তাঁদের লাইনে দাঁড়িয়ে বোর্ডিং পাস নিতে হয় না কিংবা তাঁদের জিনিসপত্র, শরীর তল্লাশি করা যায় না। কে কে এই সুবিধা ভোগ করবেন, তা ঠিক করে স্বরাষ্ট্র মন্ত্রক। তার পর সেই নির্দেশিকা পাঠিয়ে দেয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকে।

এনডিএ সরকার ক্ষমতায় এসে দেখে যে, সোনিয়া গান্ধীর জামাই রবার্ট ভদরাকেও অনুরূপ সুবিধা দেওয়া হচ্ছে। অথচ কোনও সাংবিধানিক পদে নেই তিনি। কেন তাঁকে এমন 'অবৈধ' সুবিধা দেওয়া হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন নতুন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী অশোক গজপতি রাজু। তাই রবার্ট ভদরাকে সুবিধাভোগীর তালিকা থেকে বাদ দিতে স্বরাষ্ট্র মন্ত্রককে আর্জি জানানো হয়েছে। সবুজ সঙ্কেত পেলেই রবার্ট ভদরার বিশেষ সুবিধা প্রত্যাহার করে নেওয়া হবে।

English summary
Withdraw privileges enjoyed by Robert Vadra, civil aviation ministry writes to home ministry
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X