For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সন্ন্যাসীর আগমনে সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে বিশাল জমায়েত মধ্যপ্রদেশে

সন্ন্যাসীর আগমনে সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে বিশাল জমায়েত মধ্যপ্রদেশে

  • |
Google Oneindia Bengali News

করোনা সংক্রমণ ক্রমেই আরও ভয়াবহ আকার ধারণ করছে ভারতের বিভিন্ন রাজ্যে। ইতিমধ্যেই গত ২৪ ঘন্টায় ৩৫২৫ জনের শরীরে নতুন করে করোনার সংক্রমণ ধরা পড়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এরই মধ্যে করোনা সংক্রমণের তোয়াক্কা না করে বড় জমায়েত দেখা গেল মধ্যপ্রদেশে।

সন্ন্যাসীর আগমণ ঘিরে বিশাল জমায়েত

সন্ন্যাসীর আগমণ ঘিরে বিশাল জমায়েত

সূত্রের খবর মঙ্গলবার মধ্যপ্রদেশের সাগর জেলায় এক জৈন সন্ন্যাসীর আগমন ঘিরে কয়েকশো মানুষের জমায়েত দেখতে পাওয়া যায়। ওই সন্নাস্যী ও তাঁর শিষ্যদের স্বাগত জানাতেই মূলত এই বিশাল ভিড় হয় বলে জানা যাচ্ছে। এদিকে দেশে যে রাজ্যগুলিতে করোনার প্রকোপ ক্রমেই ভয়াবহ চেহারা নিচ্ছে তার মধ্যে অন্যতম এই মধ্যপ্রদেশ।

সামাজাক দূরত্বের তোয়াক্কা না করেই দেখা যায় বিশাল জমায়েত

সামাজাক দূরত্বের তোয়াক্কা না করেই দেখা যায় বিশাল জমায়েত

বিগত কয়েক দিন থেকেই দেশের বিভিন্ন জায়গায় সোশ্যাল ডিট্যান্সিং বা সামাজিক দূরত্ব ভাঙার অভিযোগ আসতে থাকে। এদিক সমাজিক দূরত্ব ও লকডাউন না মানলে পরিস্থিতি বুঝে বিশেষ ব্যবস্থা নিতে আন্তঃরাজ্য বিশেষ কেন্দ্রীয় দলও গঠন করা হয়েছে। কিন্তু সেসবের তোয়াক্কা না করেই মধ্যপ্রদেশের সাগর জেলায় এই বিশাল জমায়েত দেখা যায়।

সাগর জেলাতেই এখনও মৃত ১০

সাগর জেলাতেই এখনও মৃত ১০

এদিকে এই সাগর জেলাতেই এখনও পর্যন্ত ১০ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এমতাবস্থাতেও জৈন সন্ন্যাসী পরমসাগরকে স্বাগত জানাতে সাগর জেলার বান্দা শহরে ভিড় করেন অগুনতি মানুষ। এদিকে গোটা রাজ্যে গত কয়েক মাসে করোনা আক্রান্তের সংখ্যা ৩৯৮৬ তে। একইসাথে করোনার থাবায় মারা গেছেন ২২৫ জন।

লকডাউন শিথিল করা নিয়ে মোদীর সঙ্গে দীর্ঘ আলোচনা শিবরাজের

লকডাউন শিথিল করা নিয়ে মোদীর সঙ্গে দীর্ঘ আলোচনা শিবরাজের

এদিকে লকডাউন তোলা ও পরবর্তী পদক্ষেপ নিয়ে মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রায় ৬ ঘন্টা ভিডিও কনফারেন্সে আলোচনা করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সূত্রের খবর, রাজ্যের আর্থিক মন্দা ঠেকাতে বর্তমানে ধাপে ধাপে লকডাউন তুলতে চাইছে মধ্যপ্রদেশ সরকার। কৃষি, শিল্প ও গণ পরিবহণের ক্ষেত্রেই প্রথম নিষেধাজ্ঞা উঠে যেতে পারে বলে জানা যাচ্ছে।

প্রতীকী ছবি

বিগ জিরো, আই ওয়াশ! কেন্দ্রের ঘোষণা নিয়ে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়বিগ জিরো, আই ওয়াশ! কেন্দ্রের ঘোষণা নিয়ে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

English summary
A massive gathering took place in Madhya Pradesh with the arrival of the monks, without thinking about the social distancing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X