মন্ত্রীসভার অনুমোদন মিলতেই জম্মু-কাশ্মীরে বলবৎ ৩৭টি কেন্দ্রীয় আইন
এবার জম্বু-কাশ্মীরেও বলবৎ হতে চলেছে ৩৭টি কেন্দ্রীয় আইন। এতদিন অপেক্ষা ছিল শুধু মন্ত্রীসভার অনুমোদনের। সূত্রের খবর, বুধবার সবুজ সংকেত মিলতেই বাকী কেন্দ্র শাসিত অঞ্চলের মতো কাশ্মীরেও কার্যকরী হল এই আইন গুলি।

জম্মু-কাশ্মীরে প্রশাসন ও সংবিধানের সাথে সামঞ্জস্য রেখে কোনোরকম অস্পষ্টতা দূর করতেই এই আইন কার্যকর করা হবে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভাদেকর। এদিকে গত বছর ৫ই আগস্ট বাতিল করা হয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে খর্ব করা হয় জম্মু-কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা। পাশাপাশি এরপরই রাজ্যটিকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে ফেলা হয়।
সূত্রের খবর, এই কেন্দ্রীয় বিধি গুলি জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন ২০১৯-র ৯৬ নম্বর অনুচ্ছেদের আওতায় বলবত করা হবে। গত বছর ৫ই আগষ্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর সংসদে এই আইন পাশের পর ৯ই আগষ্ট এই আইনের অনুমোদন দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ৩১ অক্টোবর থেকে এই আইন কার্যকর হওয়ার পরেই জম্মু ও কাশ্মীরকে পাকাপাকি ভাবে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলগে বিভক্ত করা হয়।