For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বই : হাসপাতালে কর্মী নেই, কুষ্ঠরোগীরাই ডাক্তার, কখনও আবার ওয়ার্ড বয়!

Google Oneindia Bengali News

মুম্বই, ১৭ জানুয়ারি : চিকিৎসকের অভাব তাই একে অপরের ক্ষত পরিস্কার ও ড্রেসিং করতেই ব্যস্ত থাকেন মুম্বইয়ের সরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীরা। শুধু তাই কেন, কেউ কেউ তো হাসপাতালে নিজেদের আশপাশ পরিষ্কার রাখতে হাসপাতালের মেঝেও মোছেন।

এনডিটিভি-তে প্রকাশিত একটি খবর অনুযায়ী, হাসপাতালের এক রোগী জানিয়েছেন, অন্যান্য অসুস্থ রোগীদের ব্যান্ডেজ লাগানোটা আমিই করি। হাসপাতালের কেউ করে দেয় না। আমাদের নিজেদেরই নিজেদের ক্ষতের খেয়াল রাখতে হয়।

মুম্বই : হাসপাতালে কর্মী নেই, কুষ্ঠরোগীরাই ডাক্তার, ওয়ার্ড বয়!

একওয়র্থ মিউনিসিপল হাসপাতালে প্রায় ১০০ জনের উপর রোগী ভর্তি রয়েছেন। তাদের দেখভালের জন্য আছেন জনা চারেক ডাক্তাক ও মাত্র একজন ওয়ার্ড বয়। তাই হাসপাতালে ঝাড়ু দেওয়া মেঝে মোছার কাজও রোগীদের নিজেদেরই করতে হয়।

এই হাসপাতাল বৃহন্মুম্বই মিউনিসিপল কর্পোরেশন (বিএমসি)। যদিও হাসপাতালের এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি পুরসভার অতিরিক্ত কমিশনার। স্বাস্থ্য আধিকারিকও নাকি এবিষয়ে কিছু জানেন না।

যদিও এও ঘটনার তীব্র নিন্দা করেছেন মুম্বইয়ে কুষ্ঠ নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থা বম্বে লেপ্রসি প্রজেক্ট-এর অধিকর্তা ডাক্তার ভিভি পাই। তিনি বলেন, পরিস্থিতি এতদূর গড়ানোটাই অনুচিত। যদি রোগীরা প্রশিক্ষণপ্রাপ্ত না হন, তাহলে তাগের অন্য়ান্য রোগীদের ড্রেসিং করা কখনও উচিত নয়।

English summary
With No Staff at This Mumbai Hospital, Leprosy Patients Turn Doctors, Ward Boys
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X