For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে 'লকডাউন'-এর মাঝেই পরিযায়ী শ্রমিকদের ফের ঘরে ফেরার প্রবণতা, মাথাচাড়া দিচ্ছে নয়া উদ্বেগ

মহারাষ্ট্রে 'লকডাউন'-এর মাঝেই পরিযায়ী শ্রমিকদের ফের ঘরে ফেরার প্রবণতা, মাথাচাড়া দিচ্ছে নয়া উদ্বেগ

  • |
Google Oneindia Bengali News

কেউ পায়ে হেঁটে অসম্ভবকে সম্ভব করেছিলেন, কেউ বা সাইকেলে চেষ্টা করেছিলেন। কেউ চেষ্টা করেও গরমের তীব্র দাবদাহে মাঝ রাস্তায় হার মানেন। আবার কেউ বাড়ি ফেরার তাগিদে এগোতে গিয়ে করোনার গ্রাসে প্রাণ হারিয়েছিলেন। গত বছর দেশ জুড়ে লকডাউনের পর পরিযায়ী শ্রমিকদের নিয়ে এমন ছবি বহুবার দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে ফের একবার মহারাষ্ট্রের 'লকডাউন' নিয়ে পরিযায়ী শ্রমিকদের ঘিরে নতুন উদ্বেগ দেখা দিচ্ছে।

ট্রেনে ব্যাপক বুকিং শুরু!

ট্রেনে ব্যাপক বুকিং শুরু!

মহারাষ্ট্রে যখনই অনঅত্যাবশ্যকীয় পরিষেবা বন্ধ করার ডাক আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দেওয়া হয়েছে। এদিকে, দেখা যাচ্ছে, ক্রমেই মহারাষ্ট্রে এই ঘোষণার পর থেকে ট্রেনে বুকিং বাড়ছে। পরিযায়ী শ্রমিকদের ফের একবার ঘরে ফেরার প্রবণতা দেখা দিতে শুরু করেছে।

কোন রাজ্যে বাড়ছে ভিড়!

কোন রাজ্যে বাড়ছে ভিড়!

দেখা যাচ্ছে, মুম্বই থেকে ঘরে ফেরার চেষ্টায় রয়েছেন বিহার ও উত্তর প্রদেশের বহু শ্রমিক। তাঁরা কেউ মুম্বইতে রেস্তোরাঁয় কাজ করেন, কেউ বা পথের ধারে সোডা ওয়াটার বিক্রি করেন। এঁরা সকলেই এখন কাজের অভাবে ঘরমুখী হওয়ার প্রবণতায়।

নাইট ক্লাবের ভিড় ও পরিযায়ী শ্রমিক সমস্যা

নাইট ক্লাবের ভিড় ও পরিযায়ী শ্রমিক সমস্যা

করোনার সমস্যা থেকে বের হতে গিয়ে লকডাউনের আশ্রয় নিয়েও বহু সমস্যায় মুখে পড়েছে দেশ। এদিকে, গত বছরের প্রকাণ্ড অতিমারী থেকে শিক্ষা নিয়েও বহু রাজ্যে দেখা গিয়েছে নাইটক্লাব সহ রাজনৈতিক সমাবেশ এমনকি বিয়েবাড়িতে করোনা বিধি পালনের তোয়াক্কা করা হয়নি। আর তা থেকে করোনা পরিস্থিতি উদ্বেগের জায়গায় গিয়েছে। যার ফেল প্রশাসনকে লকডাউনের আশ্রয় নিতে হচ্ছে। এদিকে, এই লকডাউনের জেরে পরিযায়ী শ্রমিকদের রুজি রোজগারের সমস্যা দ্বিগুণ হতে শুরু করেছে।

কোভিডের দাপট ভারতে ফের বেড়ে যাওয়ার 'কারণ' জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী কোভিডের দাপট ভারতে ফের বেড়ে যাওয়ার 'কারণ' জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

English summary
With Maharashtra mini Lockdown Migrant workers again started coming home
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X